Swarnima Women Scheme: মহিলারা পাবেন ২ লক্ষ টাকা, শুধু এই ডকুমেন্টগুলো থাকতে হবে…

Dec 27, 2023 | 7:00 AM

New Swarnima Loan Scheme: এই প্রকল্পে একজন মেয়ে নিজের পড়াশোনার খরচ চালাতে পারেন কিংবা নতুন কোনও ব্যবসাও শুরু করতে পারেন। এমনকী নিজের ব্যবসাকে কলেবরে বাড়াতেও এই প্রকল্প সহযোগিতা করবে। এছাড়া চিকিৎসার খরচ, বাড়িঘর তৈরি কিংবা সন্তানের লেখাপড়ার কাজেও ব্যবহার করতে পারবেন ঋণের টাকা।

Swarnima Women Scheme: মহিলারা পাবেন ২ লক্ষ টাকা, শুধু এই ডকুমেন্টগুলো থাকতে হবে...
স্বর্ণিমা ঋণ প্রকল্পে ২ লক্ষ টাকা অবধি লোনের সুযোগ। প্রতীকী চিত্র
Image Credit source: Social Media

Follow Us

মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র সরকারের অভিনব প্রকল্প ‘স্বর্ণিমা’ (New Swarnima Loan Scheme)। সমাজের যে স্তরেই বাস হোক না কেন, এখন প্রত্যেক ঘরেই মেয়েরা স্বনির্ভরতার লক্ষ্যে এগোচ্ছেন। সংসারের হাল ধরছেন। সন্তানের পড়াশোনার খরচ থেকে শুরু করে দৈনন্দিন নানা খাতে খরচের ভার নিজের কাঁধে নিচ্ছেন। মেয়েদের এই এগিয়ে চলার পথকে মসৃণ করতে মোদী সরকারের স্কিম স্বর্ণিমা। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (NBCFDC) এই প্রকল্পের সূচনা করেছে। অনগ্রসর শ্রেণির মহিলারা এই স্কিমের আওতায় আসতে পারবেন।

স্বর্ণিমা ঋণ প্রকল্পে একজন মহিলা ২ লক্ষ টাকা অবধি ঋণ পেতে পারেন। তবে এই ঋণ পাওয়ার ক্ষেত্রে শর্ত পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকা পর্যন্ত হতে হবে। সুদ দিতে হবে বছরে ৫ শতাংশ হারে। তিন মাস অন্তর সে টাকা দিলেই চলবে। সর্বোচ্চ ৮ বছরের মধ্যে ঋণ শোধ করার সুযোগ থাকবে উপভোক্তার হাতে।

এই প্রকল্পে একজন মেয়ে নিজের পড়াশোনার খরচ চালাতে পারেন কিংবা নতুন কোনও ব্যবসাও শুরু করতে পারেন। এমনকী নিজের ব্যবসাকে কলেবরে বাড়াতেও এই প্রকল্প সহযোগিতা করবে। এছাড়া চিকিৎসার খরচ, বাড়িঘর তৈরি কিংবা সন্তানের লেখাপড়ার কাজেও ব্যবহার করতে পারবেন ঋণের টাকা।

জাতিগত শংসাগত থাকলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর নামে অবশ্যই থাকতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। লোনের আবেদন করার সময় দেখাতে হবে আয়ের শংসাপত্র, বাসস্থানের প্রমাণপত্র। জানাতে হবে কোন খাতে এই টাকা খরচ করতে চলেছেন।

এই প্রকল্পের বিস্তারিত জানতে www.nbcfdc.gov.in -লিঙ্কে ক্লিক করুন। ওয়েবসাইটের হোম পেজে থাকবে ‘টার্ম লোন স্কিম’ অপশন। সেখানেই রয়েছে ‘নিউ স্বর্ণিমা পর ওমেন’ অপশন।

Next Article