নয়াদিল্লি: বড় জয় আদানিদের। আদালতে মিলল ক্লিনচিট। পুরনো মামলা থেকে অবশেষে রেহাই পেলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানি।
ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালের আর্থিক শৃঙ্খলা লঙ্ঘনের মামলায় আদালতে ক্লিনচিট পেলেন গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানি। গত এক দশক ধরে আদালতেই ঝুলেছিল এই মামলা। যা থেকে অবশেষে রেহাই পেলেন তাঁরা।
কী অভিযোগ আদানিদের বিরুদ্ধে?
২০১২ সালে আদানি এন্টারপ্রাইসের বিরুদ্ধে আর্থিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO)। তদন্তকারীদের এই অভিযোগের পর মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে ওঠে এই মামলাটি। গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানি-সহ মোট ১২ জনের বিরুদ্ধে সেই নিম্ন আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারীরা।
অবশ্য, চার্জশিট পেশের দু’বছর পরে ২০১৪ সালের মে মাসে এই আর্থিক শৃঙ্খলা ভঙ্গের মামলা থেকে রেহাই পান আদানিরা। কিন্তু তারপরেও থামেনি SFIO। ২০১৯ সালে নিম্ন আদালতের রায়কে খারিজ করে দায়রা আদালত এবং ফের আদানিদের বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় বিচারক। তখনই বম্বে উচ্চ আদালতে গিয়ে দায়রা আদালতের পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে আদানি গোষ্ঠী। অবশেষে সোমবার সেই ভিত্তিতেই ছিল শুনানি। রেহাই পেল আদানিরা। দু’পক্ষের যুক্তি ও প্রমাণ খতিয়ে দেখার পর আদানিদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ খারিজ করলেন বিচারপতি।