Tomato Price: ১০০ ছুঁয়ে ফেলল টমেটো, ২৪ ঘণ্টার মধ্য়ে লাফিয়ে বাড়ল দাম

Tomato Price: বিশেষজ্ঞদের মতে, টমেটোর দাম বাড়ার প্রধান কারণ উৎসব। অন্যদিকে উৎপাদনেও ঘাটতি রয়েছে। তার ওপর ভারী বর্ষণে ফসলের শুধু ক্ষতিই হয়নি, সরবরাহেও সমস্যা হয়েছে। এই কারণেই টমেটোর দাম বাড়ছে।

Tomato Price: ১০০ ছুঁয়ে ফেলল টমেটো, ২৪ ঘণ্টার মধ্য়ে লাফিয়ে বাড়ল দাম
Image Credit source: Getty Image

Oct 05, 2024 | 3:49 PM

হু হু করে বাড়ছে টমেটোর দাম। তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যে এভাবে দাম বেড়ে যাবে, তা ভাবেননি সাধারণ ক্রেতারা। বিশেষজ্ঞরা মনে করছেন, উৎসবের মরসুমে টমেটোর চাহিদা বাড়ছে, জোগান কম। সেই কারণেই দাম বেড়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত এক মাসে টমেটোর দাম প্রতি কেজিতে ২৭ টাকা বেড়েছে। আর এবার সেই দাম পৌঁছে গিয়েছে ১০০ টাকায়।

দেশের রাজধানী দিল্লিতে টমেটোর দাম কেজি প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। দিল্লির মডেল টাউন এলাকায় টমেটোর খুচরা বিক্রেতা পাপ্পু জানান, শনিবার টমেটোর পাইকারি দাম কেজি প্রতি ১০০ টাকা, যেখানে একদিন আগে টমেটোর পাইকারি দাম ছিল কেজি প্রতি ৮০ টাকা। অর্থাৎ ২৪ ঘণ্টায় টমেটোর দাম কেজিতে ২০ টাকা করে বেড়েছে। আগামিদিনে টমেটোর দাম প্রতি কেজি ১২০ টাকায় পৌঁছতে পারে বলেও জানাচ্ছেন বিক্রেতারা।

আজাদপুর বাজার থেকে টমেটো বিক্রি করে পাপ্পু। তিনি জানান, গত ৩ অক্টোবর তিনি বাজার থেকে ৭০ টাকা কেজি দরে টমেটো পেয়েছেন। সেই কারণে খুচরো দাম ছিল ৮০ টাকার বেশি। শনিবার সকালে যখন তিনি বাজারে পৌঁছন, তখন টমেটোর দাম কেজি প্রতি ৮০ টাকা ছিল, ফলে ১০০ টাকায় বিক্রি করতে হবে টমেটো।

বিশেষজ্ঞদের মতে, টমেটোর দাম বাড়ার প্রধান কারণ উৎসব। অন্যদিকে উৎপাদনেও ঘাটতি রয়েছে। তার ওপর ভারী বর্ষণে ফসলের শুধু ক্ষতিই হয়নি, সরবরাহেও সমস্যা হয়েছে। এই কারণেই টমেটোর দাম বাড়ছে।

গত ৪ সেপ্টেম্বর টমেটোর দাম ছিল ৪৩ টাকা কেজি, যা বেড়ে হয়েছে ৭০ টাকা। অর্থাৎ টমেটোর দাম ২৭ টাকা বেড়েছে। ৩০ সেপ্টেম্বর টমেটোর দাম প্রতি কেজি ছিল ৬৩ টাকা, যেখানে ৪ অক্টোবর পর্যন্ত ৭টাকা বৃদ্ধি দেখা গিয়েছে।