Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠার ৭ দিনের মধ্যেই অযোধ্যার ‘লক্ষ্মীলাভ’, আমেরিকা থেকে এল বিনিয়োগ

Jan 29, 2024 | 5:35 PM

Ayodhya Ram Mandir: ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই ভিড় বাড়ছে মন্দিরে। বাড়ছে ভক্তদের ভিড়। মার্কিন ওই সংস্থার নেতৃত্বে রয়েছেন হায়দরাবাদের ব্যবসায়ী রমেশ নানগুরনুরি। তিনি জানিয়েছেন, পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়াতে ও পর্যটন ব্যবসায় অবদান রাখতেই এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠার ৭ দিনের মধ্যেই অযোধ্যার লক্ষ্মীলাভ, আমেরিকা থেকে এল বিনিয়োগ
রাম মন্দির
Image Credit source: PTI

Follow Us

অযোধ্যা: রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকে পূণ্যার্থী ও পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে। আগামিদিনে ভিড় আরও বাড়বে বলে অনুমান করে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। উত্তর প্রদেশ সরকার আগেই আশা প্রকাশ করেছিল যে, রাজ্যের আয়ের অঙ্কও বাড়তে চলেছে রাম মন্দিরের হাত ধরে। আর মন্দির খোলার সাত দিনের মধ্যেই এল সুখবর। উত্তর প্রদেশ সরকারের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করে ফেলল আমেরিকার সংস্থা। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে সেই তথ্য জানানো হয়েছে। অযোধ্যায় বিপুল জনসমাগম হবে এই আশা করেই এই বিনিয়োগ হচ্ছে বলেই জানা যাচ্ছে।

যোগীর দফতর থেকে যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তা থেকে জানা যাচ্ছে, মার্কিন সংস্থা অঞ্জলি ইনভেস্টমেন্ট এলএলসি-র সঙ্গে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত ২৭ জানুয়ারি। ওই চুক্তি অনুযায়ী, অযোধ্যায় এক বিলাসবহুল হোটেল তৈরি করা হবে। অন্তত ১০০টি ঘর থাকবে সেই হোটেলে। পূর্ণ্যার্থীদের সুবিধা হওয়ার পাশাপাশি পর্যটন ব্যবসা যাতে এগিয়ে চলে, সেদিকে নজর দেওয়া হচ্ছে এই চুক্তিতে।

মার্কিন ওই সংস্থার নেতৃত্বে রয়েছেন হায়দরাবাদের ব্যবসায়ী রমেশ নানগুরনুরি। তিনি জানিয়েছেন, পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়াতে ও পর্যটন ব্যবসায় অবদান রাখতেই এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোথায় হোটেল তৈরি হবে, সেটা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশের পর্যটন দফতরের ডিরেক্টর প্রখর মিশ্র জানিয়েছেন, হোটেল ও রিসর্ট তৈরি হলে সার্বিকভাবে পর্যটকদের অযোধ্য়া ভ্রমণের অভিজ্ঞতা মধুর হবে।

গত ২২ জানুয়ারি অযোধ্য়ায় নব নির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। প্রায় প্রতিদিনই উপচে পড়া ভিড়ের ছবি সামনে আসছে রাম মন্দিরে।

Next Article