Donald Trump: মোদীর আহ্বান ট্রাম্পের গলায়, কী বললেন আমেরিকার প্রেসিডেন্ট?

Jan 24, 2025 | 5:18 PM

Donald Trump: রাশিয়া ও ইউক্রেনের প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধ কীভাবে শেষ হতে পারে, তারও ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, "তেলের দাম কমলেই ইউক্রেনে যুদ্ধ শেষ হবে। সৌদি আরব ও ওপিইসি-কে তেলের দাম কমাতে বলব। তাহলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামবে।"

Donald Trump: মোদীর আহ্বান ট্রাম্পের গলায়, কী বললেন আমেরিকার প্রেসিডেন্ট?
ডোনাল্ড ট্রাম্প

Follow Us

ওয়াশিংটন: বছর ১১ আগে দেশ-বিদেশের সংস্থাগুলির কাছে ‘মেক ইন ইন্ডিয়া’-র আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই তিনি এই উদ্যোগ নেন। এগারো বছর পর এবার ‘মেক ইন আমেরিকা’-র কথা শোনা গেল ডোনাল্ড ট্রাম্পের গলায়। গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আর শপথের পরই আন্তর্জাতিক সংস্থাগুলির কর্ণধারদের তাঁর বার্তা, আমেরিকায় পণ্য উৎপাদন করুন। না হলে শুল্ক দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হতে পারে।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’-র উদ্যোগ নেন মোদী। ভারতে পণ্য উৎপাদনের আহ্বান জানান। তার উদ্যোগে সাড়া দেয় বিদেশি সংস্থাগুলি। ভারতে পণ্য উৎপাদনে জোর দেয়।

আর দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর প্রথমবার আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলির কর্ণধারদের উদ্দেশে ট্রাম্প বললেন, “আপনাদের পণ্য আমেরিকায় উৎপাদন করুন। বিশ্বের যেকোনও দেশের চেয়ে সবচেয়ে কম কর চাপাব আমরা। কিন্তু, আপনি যদি আমেরিকায় পণ্য উৎপাদন না করেন, স্বাভাবিকভাবেই আপনাকে শুল্ক দিতে হবে।” সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ট্রাম্প।

এই খবরটিও পড়ুন

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কানাডা, মেক্সিকো এবং চিনের পণ্যে শুল্ক চাপতে পারে। রাশিয়া ও ইউক্রেনের প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধ কীভাবে শেষ হতে পারে, তারও ইঙ্গিত দিলেন ট্রাম্প। তিনি বলেন, “তেলের দাম কমলেই ইউক্রেনে যুদ্ধ শেষ হবে। সৌদি আরব ও ওপিইসি(অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ)-কে তেলের দাম কমাতে বলব। তাহলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামবে।”

 

Next Article