EPFO 3.0: আগাপাশতলা বদলে যাচ্ছে EPFO! আসবে নতুন রূপে, না জানলে শীঘ্রই জেনে নিন এই নিয়মগুলো

EPFO 3.0: বৃহস্পতিবার তেলেঙ্গনায় EPFO আঞ্চলিক দফতর তৈরির সময় এই EPFO ৩.০-এর ঘোষণা করেন মন্ত্রী। কিন্তু আগের থেকে কতটা বদলে যাচ্ছে EPFO?

EPFO 3.0: আগাপাশতলা বদলে যাচ্ছে EPFO! আসবে নতুন রূপে, না জানলে শীঘ্রই জেনে নিন এই নিয়মগুলো
Image Credit source: Getty Image

|

Mar 07, 2025 | 3:31 PM

নয়াদিল্লি: একজন কর্মচারির কাছে EPFO-এর গুরুত্ব অপরিসীম। সে তিনি সরকারি হোক বা বেসরকারি। EPFO বা প্রভিডেন্ট ফান্ডের গুরুত্ব প্রশ্নাতীত। সেই EPFO ঘিরেই এখন লেগেছে বদলের হাওয়া। বদলে যাচ্ছে, EPFO ব্যবস্থার কাঠামো। সম্প্রতি আবার শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবীয় দেশের চাকুরিরতদের জন্য এনেছেন EPFO ৩.০।

আগের থেকে কতটা বদলাচ্ছে EPFO?

বৃহস্পতিবার তেলেঙ্গনায় EPFO আঞ্চলিক দফতর তৈরির সময় এই EPFO ৩.০-এর ঘোষণা করেন মন্ত্রী। কিন্তু আগের থেকে কতটা বদলে যাচ্ছে EPFO? জানা গিয়েছে, আগের তুলনায় প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাকে আরও গতিময় ও দ্রুত করে তুলতেই আনা হয়েছে এই বদল।

যার মাধ্যমে এবার থেকে খুব সহজেই এটিএম মাধ্যমে নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন খুশি তুলতে পারবেন EPFO-এর সদস্যরা। একটা ব্যাঙ্কে যা যা সুবিধা থাকে, তাই থাকবে এই EPFO-তে। শুধু ব্যাঙ্কে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু EPFO হবে শুধু কর্মরতদের জন্য।

এছাড়াও, বিভিন্ন সময় EPFO ফান্ড ট্রান্সফার কিংবা নতুন চাকরিতে ঢুকলে EPFO ট্রান্সফার নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় চাকুরিজীবীদের। সেই সমস্যার সমাধানে ও EPFO ব্যবস্থাকে আরও দ্রুত করতেই তৈরি হচ্ছে EPFO ৩.০।

অবসরপ্রাপ্তরাও এবার সহজেই নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা যে কোনও ব্যাঙ্কেই তুলে নিতে পারবেন। আগে গোটা প্রক্রিয়াটি খুব ধীর হত, যা EPFO ৩.০-এর মাধ্য়মে আরও দ্রুতগতিতে সম্পন্ন হতে চলেছে।