AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

eSanjeevani Scheme: বাড়িতে বসেই ফ্রি-তে ডাক্তার দেখান, কী এই ‘ই-সঞ্জীবনী’?

eSanjeevani Scheme: আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ই-সঞ্জীবনী অ্যাপে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যায়। গ্রাম থেকে শহর, সর্বত্র এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। অন্ধ্র প্রদেশ প্রথম চালু করে এই পরিষেবা। পরে একাধিক রাজ্যে চালু হয়েছে সেই পরিষেবা।

eSanjeevani Scheme: বাড়িতে বসেই ফ্রি-তে ডাক্তার দেখান, কী এই 'ই-সঞ্জীবনী'?
প্রতীকী ছবি।
| Updated on: Feb 18, 2024 | 9:46 AM
Share

নয়া দিল্লি: করোনা পরিস্থিতির আগে ২০১৯ সালে এক বিশেষ প্রকল্প চালু করে মোদী সরকার। যাঁদের ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ কম, যাঁরা বাড়িতে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে চান, তাঁদের জন্য রয়েছে কেন্দ্রের এই প্রকল্প। একটি অ্যাপের মাধ্যমেই হতে পারে সব সমস্যার সমাধান। পাহাড়ি এলাকা, প্রত্যন্ত গ্রামে যেখানে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয়, সেখানকার মানুষ এই অ্যাপের মাধ্যমে পরিষেবা পেতে পারেন একেবারে বিনামূল্যে।

প্রধানমন্ত্রী ই-সঞ্জীবনী যোজনা ২০২৪ (PM eSanjeevani Scheme 2024) হল নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রথম অনলাইন ওপিডি (বহিরাগত) পরিষেবা সুবিধা। এই প্রকল্পটি ২০১৯-এর নভেম্বর মাসে চালু হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রক এই অ্যাপ পরিচালনা করে। বাড়িতে বসে যাতে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়, তার জন্য তৈরি করা হয়েছিল। দেশের যে কোনও জায়গা থেকে পরিষেবা পাওয়া যাবে।

ই-সঞ্জীবনী কি?

প্রথমে চালু হয় ই-সঞ্জীবনী প্রকল্প। মূলত অনলাইনে ডাক্তার দেখানো যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ওই পরিষেবা দেখভাল করে। ঝাড়খণ্ড, কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু সহ বেশ কয়েকটি রাজ্যে এটি চালু হয়েছে ইতিমধ্যে। মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবাটি পাওয়া যায়। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ই-সঞ্জীবনী অ্যাপে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যায়। গ্রাম থেকে শহর, সর্বত্র এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। অন্ধ্র প্রদেশ প্রথম চালু করে এই পরিষেবা।

পরে চালু হয় ই-সঞ্জীবনী ওপিডি অ্যাপ। ২০২০ সালের এপ্রিলে করোনা পরিস্থিতিতে এই পরিষেবা চালু করা হয়। রোগীদের বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। পাওয়া যা ই-প্রেসক্রিপশন, অডিয়ো ও ভিডিয়োর মাধ্যমেও পরামর্শ দেওয়া হয়। গুগল প্লে স্টোরে বা অ্য়াপ স্টোরে esanjeevai লিখে সার্চ করলেই পাওয়া যাবে সেই অ্যাপ।