
কলকাতা: গতকালের তুলনায় মঙ্গলবার খানিকটা দাম কমল সোনার। বলা চলে, গত এক মাস ধরে ৮৫ থেকে ৮৭ হাজারের মধ্যে ঘোরা ফেরা করছে সোনার দর। জানুয়ারি মাসে যে হারে চড়ছিল সোনার তাতে ভালই চাপে পড়ে গিয়েছিল মধ্যবিত্তরা। সোনায় হাত দিলেই লাগছিল বৈদ্যুতিক ঝটকা। তবে এখনও যে সেই ঝটকা কম লাগছে, এমনটা কিন্তু মোটেই নয়।
মঙ্গলবার, কলকাতার নিরিখে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর রয়েছে ৮০ হাজার ২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ৮৭ হাজার ৪৯০ টাকা ও ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দর রয়েছে ৬৫ হাজার ৬২০ টাকা।
কিন্তু জানেন কি দেশের কোন রাজ্য সবচেয়ে সস্তায় সোনা বিক্রি হয়? সাধারণ ভাবেই দেশের প্রতিটি রাজ্যে সোনার দরও ভিন্ন। সেই রাজ্যের চাপানো করের উপরে ভিত্তি করেই নির্ধারিত হয় সেই রাজ্যে সোনার দর। আর এই সস্তার মাপকাঠি দেশের আর সকল রাজ্যকে গোল দেবে কেরল। সেখানে চাহিদাও অত্যন্ত বেশি। কিন্তু দরও সেই নিরিখে কম।
আজকের হিসাব অনুযায়ী, কেরলে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দর রয়েছে ৮০ হাজার ২০০ টাকায়। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ৮০ হাজার ৫৩০ টাকায়। তবে দেশের সবচেয়ে কম দামে সোনা কেরলে মিললেও, সবচেয়ে বেশি দামে কোথায় পাওয়া যায় জানেন? রাজধানী দিল্লিতেই মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দর ছুঁয়েছে প্রায় ৮৮ হাজারের গন্ডি। দেশে সবচেয়ে বেশি দামে সোনা বিকোচ্ছে এই রাজ্যেই।