Shaila Merchant: ২০০০ কোটি টাকার সংস্থা চালান অনন্ত অম্বানির ভাবি শাশুড়ি!

Who is Shaila Merchant: অম্বানি পরিবারকে সকলেই চেনেন। তবে, রাধিকা মার্চেন্টও কিন্তু ভারতের এক প্রথম সারির ব্যবসায়ী পরিবারের মেয়ে। এমন এক পরিবার, যে পরিবারের প্রায় সকল সদস্য়ই উদ্যোগপতি। তাঁর বাবা, কোটিপতি ব্যবসায়ী বীরেন মার্চেন্ট। আর মা হলেন শায়লা মার্চেন্ট, যিনি এক ২০০০ কোটি টাকার সংস্থা চালান।

Shaila Merchant: ২০০০ কোটি টাকার সংস্থা চালান অনন্ত অম্বানির ভাবি শাশুড়ি!
অনন্ত অম্বানির বাবি শাশুড়ি শায়লা মার্চেন্ট Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 15, 2024 | 9:24 AM

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুকেশ অম্বানির ছোট ছেলে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উদযাপনের আমন্ত্রণপত্র। ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি এবং নীতা অম্বানির তিন সন্তানের সর্বকনিষ্ঠ হলেন অনন্ত অম্বানি। অম্বানি পরিবারকে সকলেই চেনেন। তবে, রাধিকা মার্চেন্টও কিন্তু ভারতের এক প্রথম সারির ব্যবসায়ী পরিবারের মেয়ে। এমন এক পরিবার, যে পরিবারের প্রায় সকল সদস্য়ই উদ্যোগপতি। তাঁর বাবা, কোটিপতি ব্যবসায়ী বীরেন মার্চেন্ট। আর মা হলেন শায়লা মার্চেন্ট, যিনি এক ২০০০ কোটি টাকার সংস্থা চালান।

অনন্ত আম্বানির ভাবি শাশুড়ি আসলে, ভারতের অন্যতম সেরা ফার্মাসিউটিক্যাল সংস্থা, এনকোর হেলথকেয়ারের অন্যতম ম্যানেজিং ডিরেক্টর। গত শতাব্দীর নয়ের দশকে শায়লা, গাঁটছড়া বেঁধেছিলেন ধনকুবের বীরেন মার্চেন্টের সঙ্গে। বিয়ের পর শায়লা, এনকোর হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর হন। আর এই পদে অত্যন্ত সফল তিনি। বর্তমানে এই সংস্থার মোট সম্পদের মূল্য প্রায় ২,০০০ কোটি টাকা! বীরেন মার্চেন্ট এই ফার্মাসিউটিক্যাল সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও। শায়লার পাশাপাশি, রাধিকা এবং তাঁর বোন, অঞ্জলি – দুজনেই ম্যানেজিং বোর্ডের সদস্য।

একজন শীর্ষস্থানীয় মহিলা ব্যবসায়ী হওয়ার পাশাপাশি, শায়লা মার্চেন্ট তাঁর অনবদ্য ফ্যাশন সেন্সের জন্যও সুপরিচিত। শায়লা এবং রাধিকা মার্চেন্ট দুজনেই আনুমানিক ১০ কোটি টাকার মালিক। আর রাধিকার বাবা বীরেন মার্চেন্টের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫৫ কোটি টাকা।