Yes Bank: মিলেছে RBI-এর ‘সম্মতি’, জাপানিদের হাতে যেতে পারে দেশের এই অন্যতম ব্যাঙ্ক, প্রভাব পড়বে আপনার টাকায়?

Yes Bank: বলে রাখা ভাল, গত বছরও কানাঘুষো শোনা গিয়েছিল যে YES Bank-এর থেকে অংশীদারিত্ব কিনতে চলেছে জাপানি SMBC ও দুবাইয়ের NBD। সূ্ত্রের খবর, সেই সময় দফায় দফায় আলোচনাও চলেছিল সংস্থাগুলির মধ্যে। কিন্তু দিন শেষ তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারেনি তারা।

Yes Bank: মিলেছে RBI-এর সম্মতি, জাপানিদের হাতে যেতে পারে দেশের এই অন্যতম ব্যাঙ্ক, প্রভাব পড়বে আপনার টাকায়?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

May 06, 2025 | 9:29 AM

নয়াদিল্লি: দেশের ষষ্ঠ বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের অংশীদারিত্ব কিনতে পারে জাপানের সুমিতমো মিৎসুই ব্যাঙ্কিং কর্প বা SMBC। ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে দুই সংস্থার মধ্যে হওয়া আলোচনা। এবার শুধু পদক্ষেপের পালা।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনার মাধ্যমে বেসরকারি ব্যাঙ্কটির ৫১ শতাংশ অংশীদারিত্ব নিয়ে নিতে পারে এই জাপানি সংস্থা। SMBC হল জাপানের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কিং সংস্থা। সুতরাং, এই বিনিয়োগের ফলে যে ভাগ্যের শিকে ছিঁড়তে পারে YES Bank-এর এই নিয়ে কোনও সন্দেহই নেই।

বলে রাখা ভাল, গত বছরও কানাঘুষো শোনা গিয়েছিল যে YES Bank-এর থেকে অংশীদারিত্ব কিনতে চলেছে জাপানি SMBC ও দুবাইয়ের NBD। সূ্ত্রের খবর, সেই সময় দফায় দফায় আলোচনাও চলেছিল সংস্থাগুলির মধ্যে। কিন্তু দিন শেষ তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারেনি তারা। জানা যায়, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI বিদেশিদের হাতে দেশের অন্যতম একটি বেসরকারি ব্যাঙ্কের ৫১ শতাংশ অংশীদারিত্ব তুলে দিতে ‘নারাজ’ ছিল।

তবে এই বছরে পরিস্থিতি খানিকটা অন্যরকম বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইকোনমিক টাইমসের ওই প্রতিবেদন অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক SMBC-কে অংশীদারিত্ব নিয়ে কথা-বার্তা ইতিবাচক ভাবে চালিয়ে যাওয়ার জন্য একটি মৌখিক আশ্বাস দিয়েছে।

প্রসঙ্গত, গত এক বছরে YES Bank-এর শেয়ারের দর কমেছে প্রায় ২৬ শতাংশ। ৩ বছরে এই সংস্থার শেয়ারে পতন হয়েছে ৩৪ শতাংশ। বর্তমানে দেশের এই অন্যতম বেসরকারি ব্যাঙ্কের ২৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI-এর হাতে। এছাড়াও, কোটাক, অ্যাক্সিস, ICICI ও LIC সবাই মিলে YES Bank-এর ১১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।