৩০,০০০ টাকা বেতন পেলেও কিনতে পারেন এই সব গাড়ি, কত হবে EMI

Car Price: ভারতের বাজারে একাধিক গাড়ি রয়েছে, যা অনেক কম ইএমআই-তে পাওয়া সম্ভব।

৩০,০০০ টাকা বেতন পেলেও কিনতে পারেন এই সব গাড়ি, কত হবে EMI
Image Credit source: PTI

Mar 08, 2025 | 9:06 AM

নিজের গাড়ি কেনার শখ থাকেন অনেকেই। কিন্তু স্বপ্নপূরণ করার মতো সাধ্য কারও থাকে না। বেতন কম হলে ইএমআই জোগানও মুস্কিল হয়ে যায়। তবে এমন অনেক গাড়ি আছে, যা কম বেতনেও কেনা সম্ভব। বেতন যদি ২৫ বা ৩০ হাজার হয়, তাহলে আপনি নিজের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারবেন।

ভারতের বাজারে এমন অনেক কম বাজেটের গাড়ি পাওয়া যায়। শুধুমাত্র কম EMI নয়, পেতে পারেন এবং আপনাকে মোটা অঙ্কের ডাউন পেমেন্টও দিতে হবে না। দেখে নিন সেই তালিকা

৫ লক্ষ টাকার কমে পাওয়া যায় একাধিক গাড়ি

মারুতি সুজুকি আল্টো কে১০

দাম: সাড়ে ৪ লক্ষ টাকা থেকে শুরু।
মাইলেজ: ২৪-২৫ কিমি প্রতি লিটার

রেনল্ট কুইড

দাম: ৫.২ লক্ষ টাকা থেকে শুরু
মাইলেজ: ২২-২৪ কিমি প্রতি লিটার

এই গাড়ির পারফরম্যান্স বেশ শক্তিশালী।

মারুতি সুজুকি এস-প্রেসো

দাম: ৫.৩ লক্ষ টাকা থেকে শুরু
মাইলেজ: ২৪-২৬ কিমি প্রতি লিটার

উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভাল, ফলে এই গাড়িটি খারাপ রাস্তাতেও ভাল পারফর্ম করে।

টাটা টিয়াগো

দাম: ৫.৬ লক্ষ টাকা থেকে শুরু
মাইলেজ: ২০-২৩ কিমি প্রতি লিটার

এই গাড়ির পারফরম্যান্সও বেশ শক্তিশালী।

হুন্ডাই স্যান্ট্রো

দাম: ৫.৫ লক্ষ টাকা থেকে শুরু
মাইলেজ: ২০-২২ কিমি প্রতি লিটার

এই গাড়িতে রয়েছে আরামদায়ক আসন, শক্তিশালী ইঞ্জিন।

এই গাড়িগুলি কিনলে কত দিতে হবে EMI?

একটু টাকা জমিয়ে যদি ১ থেকে ২ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে পারেন, তাহলে EMI কমে যাবে। ৩০ হাজার টাকা বেতন হলে ৬,০০০ থেকে ৮,০০০ টাকা EMI দিলেই চলবে।

আর যদি আপনি মাইলেজ এবং সাশ্রয় চান, তাহলে সিএনজি ভেরিয়েন্ট বেছে নিন।
যদি আপনি ৪.৫ লক্ষ টাকার কোনও গাড়ি কেনেন এবং ১ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে আপনাকে ৩,৫৫,২৫৪ টাকা লোন নিতে হবে। ৯ শতাংশ সুদে সেই লোন পাওয়া যাবে। ৭ বছরের জন্য লোন নিলে মাসিক কিস্তি বা ইএমআই হবে প্রায় ৫,১৭৬ টাকা। তাই ৩০,০০০ টাকা বেতন হলেও ভাল গাড়ি কিনতে পারবেন আপনি।