Mobile Number: নিজের মোবাইল নম্বর বেছে নিতে পারবেন এবার, কীভাবে পাবেন সেই নম্বর, কত টাকা লাগবে

Aug 20, 2024 | 3:33 PM

Mobile Number: নিজের পছন্দের মোবাইল নম্বর ব্যবহার করতে চান সবাই। তবে চাইলেই পছন্দের নম্বর পাওয়া যায় না। এবার খুব সহজে বাড়িতে বসেই বেছে নিতে পারবেন সেরকম নম্বর।

Mobile Number: নিজের মোবাইল নম্বর বেছে নিতে পারবেন এবার, কীভাবে পাবেন সেই নম্বর, কত টাকা লাগবে
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: ১০ সংখ্যার ফোন নম্বর মনে রাখা বেশ কঠিন ব্যাপার। ফোনে নম্বর সংরক্ষণ করে রাখার সুযোগ থাকলেও, অনেক সময় ফোন বন্ধ হয়ে গেলেই বিপদ। তাই সহজ, মনে রাখার মতো নম্বর পছন্দ করেন অনেকেই। কিন্তু কানেকশন নেওয়ার সময় নিজের পছন্দ মতো নম্বর বেছে নেওয়া যায় না। এবার সেই সুযোগই আনল রিলায়েন্স জিও।

জিও চয়েস নম্বর (Jio Choice Number) নামে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে রিলায়েন্স। সেখানে আপনার নিজের মনের মতো ফোন নম্বর ব্যবহার করতে পারবেন আপনি। আপনার জন্মদিন বা মনে রাখার মতো কোনও নম্বরও রাখতে পারবেন আপনার ফোন নম্বর হিসেবে।

‘জিও চয়েস নম্বর’ আসলে কী

জিও প্লাস পোস্টপেড প্ল্যানে সাবস্ক্রাইব করলে নিজের পছন্দ মতো নম্বর বেছে নিতে পারবেন। এই প্ল্যান শুরু হচ্ছে ৩৪৯ টাকা থেকে আর ফ্যামিলি প্ল্যান শুরু হচ্ছে ৪৪৯ টাকা থেকে। গোটা দেশেই জিও-র এই উদ্যোগ কার্যকর রয়েছে। জিও-র ওয়েবসাইটে জানানো হয়েছে, জন্মদিন, সন্তানের জন্মদিন, বিবাহ বার্ষিকীর তারিখ সহ যে কোনও নম্বর ফোন নম্বরে ব্যবহার করা যেতে পারে। কেউ ব্যবহার না করে থাকলে, নম্বর নেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা থাকবে না।

কীভাবে পাবেন এই বিশেষ নম্বর

মোবাইলে MyJio অ্যাপ খুলুন।

মেনু সেকশনে গিয়ে নম্বর পছন্দের অপশনটি বেছে নিন।

‘Let’s book now’ -তে ক্লিক করুন। নাম, পিন কোড উল্লেখ করুন ও ৪ বা ৫ সংখ্যার একটি নম্বর দিন, যা আপনার পছন্দের।

আপনার পছন্দের সঙ্গে মিলছে, এমন কিছু নম্বরের অপশন দেবে জিও। তার মধ্যে একটি বেছে নিন।

৪৯৯ টাকা দিয়ে ওই নম্বর বুক করুন। এরপরই আপনি পছন্দের নম্বরটি পেয়ে যাবেন।

Next Article