নয়া দিল্লি: বিদেশ ভ্রমণ কার না ভাল লাগে? যাঁদের পকেটে টাকা আছে, সময় আছে, তাঁরা নতুন দেশের নেশায় ডুবে থাকেন। অনেকের কাছেই অবশ্যএই বিদেশ ভ্রমণ স্বপ্নের মতো। তবে একটু বুদ্ধি খাটালেই স্বপ্ন সত্যিও হতে পারে। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে বাড়ি-গাড়িসহ আরও অনেক জিনিস বিনামূল্যে পাওয়া যায়।
ভার্মন্ট
আমেরিকার অন্তগর্গত একটি পার্বত্য রাজ্য ভার্মন্ট। রাজ্যটি চেডার পনির এবং বিখ্যাত বেন অ্যান্ড জেরির আইসক্রিম উৎপাদনের জন্য বিখ্যাত। এখানকার প্রাকৃতিক দৃশ্যও দেখার মতো। যে দেশে যে সব কর্মীরা দূর থেকে কাজ করেন, তাঁদের আর্থিক গ্রান্ট দেয় ভার্মন্ট। ২ বছর কাজ করার জন্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়া হয়।
আলাস্কা
আমেরিকার অধীন আলাস্কায় মানুষকে বসবাসের জন্য টাকা দেওয়া হয়। তুষাররাত ও ঠাণ্ডার কারণে এখানে খুব কম লোকই বাস করেন। তাই যাঁরা থাকেন, তাঁদের সরকার প্রতি বছর প্রায় দেড় লক্ষ টাকা করে দেয়। তবে একটি শর্ত রয়েছে। আপনাকে কমপক্ষে এক বছর সেখানে থাকতে হবে।
আলবিনেন, সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের একটি ছোট্ট গ্রাম হল অ্যালবিনেন। সুন্দর পাহাড়ে ঘেরা সেই গ্রামে বসতি স্থাপনের জন্য সরকার টাকা দেয়। এখানকার সরকার ৪৫ বছরের কম বয়সী যুবকদের ২০ লক্ষ টাকা এবং শিশুদের ৮ লক্ষ টাকা করে দেয়। তবে শর্ত হল আপনাকে কমপক্ষে ১০ বছর সেখানে থাকতে হবে।
অ্যান্টিকিথেরা
অ্যান্টিকিথেরা একটি গ্রীক দ্বীপ যেখানে জনসংখ্যা বাড়ানোর চেষ্টা হচ্ছে। সরকার এই দ্বীপে থাকার জন্য সারা বিশ্বের মানুষকে স্বাগত জানাচ্ছে। এই দ্বীপে বসবাসকারী একজন ব্যক্তিকে প্রথম ৩ বছরের জন্য মাসিক প্রায় ৪৫ হাজার টাকা দেওয়া হয়। তাদের জমি বা বাসস্থানও দেওয়া হবে বিনামূল্যেও।
পোঙ্গা
উত্তর স্পেনের পাহাড়ি অঞ্চলের একটি ছোট গ্রাম হল পোঙ্গা। নবদম্পতিদের জন্য এটা যেন স্বর্গ। তরুণ দম্পতিদের বসতি স্থাপনের জন্য অনেক ধরনের স্কিম রয়েছে পোঙ্গায়। সেখানে যাওয়ার জন্য তরুণ দম্পতিদের প্রায় ৩ লক্ষ টাকা করে দেওয়া হয়। যদি সেখানে ওই দম্পতির সন্তান প্রসব করে, তাহলে তাঁদেরকে আরও ৩ লক্ষ টাকা দেওয়া হয়।