Law Colleges: আইন নিয়ে উচ্চ শিক্ষা করতে চান? ভারতে কোন কলেজগুলি সেরা ঠিকানা হতে পারে?
Indian Law Colleges: বড় হয়ে আইন নিয়ে নিজের কেরিয়ার গড়তে চান অনেকে। ভাল আইনজীবি হতে গেলে আইনকে গুলে খাওয়াটা জরুরি। তার জন্য প্রয়োজন কেরিয়ার নিয়ে সঠিক পরিকল্পনা। অবশ্যই ভাল কলেজ।

আইনের খুঁটিনাটি ফাঁক নিয়ে নাড়াচাড়া করতে অনেকের বেশ ভাল লাগে। তবে সেটিকে পেশা করে এগিয়ে যাওয়ার সাহস সকলের থাকে না। আইনজীবির সওয়ালের উপর মানুষের বাঁচা-মরা নির্ভর করে। এই সওয়াল করাই অনেকের কাছে থ্রিলিং। বড় হয়ে আইন নিয়ে নিজের কেরিয়ার গড়তে চান অনেকে। ভাল আইনজীবি হতে গেলে আইনকে গুলে খাওয়াটা জরুরি। তার জন্য প্রয়োজন কেরিয়ার নিয়ে সঠিক পরিকল্পনা। অবশ্যই ভাল কলেজ।
আপনিও যদি আইনি পেশায় কেরিয়ার গড়ার পরিকল্পনা করে থাকেন এবং স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে চান? সম্প্রতি CLAT ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুর হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ভারতে আইন নিয়ে পড়াশোনা করার জন্য সেরা প্রতিষ্ঠান কোনগুলি?
আইন শিক্ষার ক্ষেত্রে ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি (NLSIU), বেঙ্গালুরু দেশের সেরা আইন কলেজ হিসেবে নিঃসন্দেহে শীর্ষ স্থানে রয়েছে। NIRF ২০২৪-এর র্যাঙ্কিং অনুযায়ী, NLSIU ভারতে আইন শিক্ষার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে। এর পরেই রয়েছে ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি (NLU), দিল্লি।
NIRF 2024 অনুযায়ী ভারতের সেরা ১০টি আইন কলেজ কোনগুলি?
১। ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি (NLSIU), বেঙ্গালুরু
২। ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি (NLU), নয়া দিল্লি
৩। নালসার ইউনিভার্সিটি অব ল’, হায়দরাবাদ
৪। দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস (WBNUJS), কলকাতা
৫। সিম্বায়োসিস ল’ স্কুল, পুনে
৬। জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়া দিল্লি
৭। ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (IIT), খড়গপুর
৮। গুজরাট ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি (GNLU), গান্ধীনগর
৯। ইন্সটিটিউট অব ল’, নির্মা ইউনিভার্সিটি, ভুবনেশ্বর
১০। বাবাসাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি, লখনউ
এই র্যাঙ্কিং NIRF ২০২৪-এর সরকারি তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে।
