Google Job Cut: ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি…’, Google-এর ১০০০ কর্মীর কাছে গেল এই চিঠি

Google Job Cut: আগেই জানা গিয়েছে, সংস্থার তরফে গুগলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ও আরও একাধিক বিভাগ থেকে শতাধিক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সংস্থার খরচ কমাতেই এই পদক্ষেপ করা হয়েছে।

Google Job Cut: দুঃখের সঙ্গে জানাচ্ছি..., Google-এর ১০০০ কর্মীর কাছে গেল এই চিঠি
ফাইল ছবিImage Credit source: twitter

Jan 17, 2024 | 7:13 AM

নিউ ইয়র্ক: ফের চাকরি গেল গুগল-এর শতাধিক কর্মীর। একসঙ্গে ১০০০ কর্মী চাকরি হারাচ্ছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ইমেইল পাঠানো হয়েছে ওই কর্মীদের। জানা গিয়েছে, একাধিক পদ বাতিল করা হয়েছে ওই সংস্থায়। হার্ডওয়্যার,সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং টিম থেকে চাকরি গিয়েছে অনেকেরই। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে ইমেইলে। পরবর্তীতে চাকরির ক্ষেত্রে যাতে সুবিধা হয়, সেই সহযোগিতাও করা হবে কর্মীদের। তবে এপ্রিলের মধ্যে ছাড়তে হবে সংস্থা।

কী লেখা হল সেই চিঠিতে?

চিঠিতে বলা হয়েছে জানুয়ারি মাস থেকেই সংস্থায় পরিকাঠামোগত বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তার জন্য গুগল-এর কর্মীদের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের উদ্দেশে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনাদের পদগুলি বাতিল করা হয়েছে। আমরা জানি এর ফলে আপনাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে।’

সেই সঙ্গে জানানো হয়েছে, গুগলে যে সব পদের এখনও অস্তিত্ব রয়েছে, সেগুলি আবেদন করা যাবে। যাঁদের চাকরি চলে যাচ্ছে তাঁরা ওই সব পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে চাকরি যে হবেই, এমন কোনও নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।

আগামী ৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে ওই কর্মীদের। তার মধ্যে সংস্থার মধ্যে আর কোনও চাকরি জোটাতে না পারলে গুগল-এ কেরিয়ার শেষ হয়ে যাবে ওই কর্মীদের জন্য। অর্থাৎ ৯০ দিন সময় পাচ্ছেন কর্মীরা। ততদিন পর্যন্ত সংস্থার সব সুযোগ-সুবিধা পাবেন কর্মীরা। নির্দিষ্ট করা সব ছুটিও পাবেন তাঁরা।