AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Higher Studies: উচ্চ শিক্ষার জন্য লন্ডন যেতে চান? রইল সেরা ৩ বিশ্ববিদ্যালয়ের হদিস

Higher Studies: ভাল বিশ্ববিদ্যালয় মানে দারুণ পরিবেশ, পেশাগত উন্নতির সুযোগ, প্রাণবন্ত ক্যাম্পাস, দুর্দান্ত শিক্ষক যারা সময়ের সঙ্গে হয়ে ওঠে জীবনের পথ প্রদর্শকও। ব্রিটেনের কোন কোন বিশ্ববিদ্যালয়ে আছে সেই সব সুযোগ? উচ্চ শিক্ষার জন্য কোন কোন প্রতিষ্ঠান ভাল? রইল সেরা ৩ বিশ্ববিদ্যালয়ের হদিস।

Higher Studies: উচ্চ শিক্ষার জন্য লন্ডন যেতে চান? রইল সেরা ৩ বিশ্ববিদ্যালয়ের হদিস
Image Credit: shutterstock
| Updated on: Jul 21, 2025 | 6:09 PM
Share

উচ্চ শিক্ষার জন্য বিশ্বের যে কটি দেশ বিশেষভাবে গুরুত্ব পায় তার মধ্যে একটি হল ইউনাইটেড কিংডম বা যূক্তরাজ্য। গোটা বিশ্বের ছাত্র-ছাত্রীরা এখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য মুখিয়ে থাকে। কিন্তু কেবল যুক্তরাজ্য পড়াশোনা করতে চাই বললেই তো আর হল না। সব জায়গার মতোই এখানেও রয়েছে খারাপ-ভাল প্রায় সব ধরনের বিশ্ব বিদ্যালয়ই। মনে রাখবেন একটি ভাল বিশ্ববিদ্যালয় কেবল কোনও ব্যক্তির কেরিয়ার গড়তেই সাহায্য করে না। বরং তাঁকে যথার্থ মানুষ হয়ে উঠতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ভাল বিশ্ববিদ্যালয় মানে দারুণ পরিবেশ, পেশাগত উন্নতির সুযোগ, প্রাণবন্ত ক্যাম্পাস, দুর্দান্ত শিক্ষক যারা সময়ের সঙ্গে হয়ে ওঠে জীবনের পথ প্রদর্শকও। ব্রিটেনের কোন কোন বিশ্ববিদ্যালয়ে আছে সেই সব সুযোগ? উচ্চ শিক্ষার জন্য কোন কোন প্রতিষ্ঠান ভাল? রইল সেরা ৩ বিশ্ববিদ্যালয়ের হদিস।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয় (University of Birmingham)

QS World University Rankings ২০২৫ অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এটি রয়েছে ৮০ নম্বরে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য খুবই ভাল এই প্রতিষ্ঠান। এখানে ন্যানোটেকনোলজি, দাঁতের চিকিৎসা, রোবোটিক্স ও ভার্চুয়াল রিয়্যালিটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এখানে রয়েছে ৫,০০০-রও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। এমনকি শিক্ষকদের প্রায় ৩১% অন্য দেশের।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয় (University of Edinburgh)

QS World University Rankings 2025-এ এই বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং ২৭। যুক্তরাজ্যের প্রাচীন এবং সম্মানজনক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেও একটি। আর্টস ও হিউম্যানিটিজের বিষয়গুলির জন্য বিশেষভাবে বিখ্যাত। স্পেস সায়েন্স, পাবলিক হেলথ, এডুকেশন, নিউরোসায়েন্স এবং ফিজিক্সের মতো বিষয়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়। গবেষণার গুণমান ও বিস্তৃতি স্কটল্যান্ডে এটিকে শীর্ষস্থানীয় করে তোলে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ইউনিভার্সিটি-ম্যানেজড আবাসন। বিশ্বের অন্যতম সবচেয়ে বড় একাডেমিক লাইব্রেরি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।

লাফবরো বিশ্ববিদ্যালয় (Loughborough University)

লাফবরো ইউনিভার্সিটিতে রয়েছে ১৩০-রও বেশি দেশের প্রায় ১৮,০০০ শিক্ষার্থী। এটি যুক্তরাজ্যের অন্যতম সেরা ‘স্টুডেন্ট এক্সপেরিয়েন্স’ প্রদানকারী বিশ্ববিদ্যালয় বলেও মনে করা হয়। বিশ্বমানের স্পোর্টস ফেসিলিটি ও শিল্পক্ষেত্রে সংযোগ থাকার কারণে, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রচুর সুযোগ পাওয়া যায়। আর্ট অ্যান্ড ডিজাইন, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া, মেকানিক্যাল ও এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এও এই বিশ্ববিদ্যালয় প্রথম সারিতেই থাকে।