হরিদ্বার: গতবছরই ন্যাকে (National Assesment And Accreditation Council) এ+ গ্রেড পেয়েছে হরিদ্বারে অবস্থিত পতঞ্জলি বিশ্ববিদ্যালয়। বলা চলে, বর্তমানে ভারতের নামজাদা বিশ্ববিদ্যালয়গুলি টেক্কা দিতে শুরু করেছে বাবা রামদেবের তৈরি এই শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু জানেন কি ঠিক কোন কোন কোর্সের পড়াশোনা করানো হচ্ছে এই প্রতিষ্ঠানে?
বিজ্ঞান থেকে কলা বিভাগ। পতঞ্জলি বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়েনি কিছুই। ঠিক যে স্তম্ভ নিয়ে নিজের কাজ শুরু করেছিলেন বাবা রামদেব। সেই স্তম্ভ অর্থাৎ আয়ুর্বেদ নিয়েও পড়াশোনা করানো হয় পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও, চিকিৎসা বিভাগের অন্যান্য কোর্সের পড়াশোনাও এখানে চলে।
পাশাপাশি, যোগ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের মতো একাধিক বিষয়ে গবেষণা স্তর অবধি পড়াশোনা করানো হয় এই বিশ্ববিদ্যালয়ে। তবে বিজ্ঞান শিক্ষার পাশাপাশি কিন্তু বাদ পড়েনি সমাজবিদ্যা বা কলা বিভাগের শিক্ষাগুলোও। বেদ, দর্শন, ইতিহাসের মতো বিভিন্ন সমাজবিদ্যার কোর্সও রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।
ঐতিহ্যবাহী পদ্ধতি ও আধুনিক শিক্ষা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখেই সেখানে প্রদান করা হয় আধুনিক শিক্ষা। এক দিকে ভারতের ঐতিহ্যবাহী বিধি তার সঙ্গে মেলবন্ধন আধুনিক শিক্ষা পদ্ধতি। সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য একেবারে অভিনব শিক্ষা পদ্ধতি তৈরি করেছে বিশ্ববিদ্য়ালয়। এছাড়াও রয়েছে অনলাইন শিক্ষা, ই-লার্নিংয়ের মতো ব্যবস্থাও।
পতঞ্জলির হাত ধরে দেশের বিকাশ
এক দিকে ভারতের ঐতিহ্য়বাহী বিধি ও অন্যদিকে আধুনিক শিক্ষা। এই দুইয়ের মেলবন্ধনেই নিজেকে সেরার সেরা করে তুলেছে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের কথায়, পতঞ্জলি আসলে সামগ্রিক শিক্ষার উপর জোর দেয়। যা একজন শিক্ষার্থীর মানসিক, শারীরিক ও আধ্য়াত্মিক বিকাশ ঘটায়। একজন শিক্ষার্থীর বিকাশই দেশের বিকাশ।