AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF Recruitment 2025: সেনায় চাকরি করার স্বপ্ন দেখেন? BSF দিচ্ছে সুযোগ, জানুন কীভাবে আবেদন জানাবেন?

BSF Recruitment 2025: সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) কনস্টেবল (ট্রেডসম্যান) পদে নিয়োগের জন্য প্রকাশ করল বিজ্ঞপ্তি। এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা বিএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

BSF Recruitment 2025: সেনায় চাকরি করার স্বপ্ন দেখেন? BSF দিচ্ছে সুযোগ, জানুন কীভাবে আবেদন জানাবেন?
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: Aug 01, 2025 | 5:56 PM
Share

সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) কনস্টেবল (ট্রেডসম্যান) পদে নিয়োগের জন্য প্রকাশ করল বিজ্ঞপ্তি। এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা বিএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। পূর্ণাঙ্গ বিবরণের জন্য প্রার্থীদের ২৬ জুলাই, ২০২৫ (শনিবার) প্রকাশিত এমপ্লয়মেন্ট নিউজ দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

কোন পদে নিয়োগ?

কনস্টেবল (ট্রেডসম্যান) – পুরুষ: ৩,৪০৬টি পদ

কনস্টেবল (ট্রেডসম্যান) – মহিলা: ১৮২টি পদ

কারা কারা যোগ্য?

১। রাঁধুনি, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার – মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ + স্বীকৃত প্রতিষ্ঠান থেকে খাদ্য প্রস্তুতি বা কিচেন সংক্রান্ত কোনও কোর্সের শংসাপত্র।

২। কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, আপহোলস্টার – মাধ্যমিক পাশ + সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের ডিপ্লোমা + এক বছরের কাজের অভিজ্ঞতা।

৩। কোবলার, টেইলার, ধোপা, নাপিত, সাফাইকর্মী, ঘোড়ার পরিচর্যাকারী (Syce) – মাধ্যমিক পাশ + সংশ্লিষ্ট কাজে দক্ষতা + ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা কত?

প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে।

নির্বাচন প্রক্রিয়া –

প্রার্থীদের নির্দিষ্ট নিয়ম অনুসারে নির্বাচন করা হবে –

প্রথমে শারীরিক মান যাচাই (PST)। তারপর শারীরিক দক্ষতার পরীক্ষা (PET)। তারপর ট্রেড টেস্ট। পাশ করলে নথির যাচাই। তারপর লিখিত পরীক্ষা। সব ঠিক থাকলে মেডিক্যাল পরীক্ষা। প্রথম রাউন্ডে নির্বাচিত প্রার্থীদেরই পরবর্তী ধাপে ডাকা হবে।

বেতন কত?

নির্বাচিত প্রার্থীরা পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন পাবেন। এছাড়াও হাউস রেন্ট অ্যালাউন্স, ডিএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স-সহ অন্যান্য ভাতা রয়েছে।

কীভাবে আবেদন করবেন?

প্রার্থীদেরকে https://reott.bsf.gov.in ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন জানাতে হবে। আরও বিশদে জানতে বিএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।