AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IICB Jobs: ইন্টারভিউয়ে বাজিমাত করলেই রাজ্য়ে কেন্দ্রীয় সংস্থায় মিলবে চাকরি, বেতন কত জানেন?

IICB Jobs: একাধিক পদে কর্মী নিয়োগ করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি। ১৩ এপ্রিল ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন।

IICB Jobs: ইন্টারভিউয়ে বাজিমাত করলেই রাজ্য়ে কেন্দ্রীয় সংস্থায় মিলবে চাকরি, বেতন কত জানেন?
ফাইল ছবি
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 8:30 AM
Share

একাধিক পদে নিয়োগ করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি (Indian Institute of Chemical Biology)। কলকাতাতেই নিয়োগ করা হচ্ছে। প্রজেক্ট অ্যাসোসিয়েট ও জেআরএফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। আগ্রহী প্রার্থীরা ১৩ এপ্রিল ওয়াক-ইন ইন্টারভিউয়ে যোগ দিতে পারেন।

নিয়োগকারী সংস্থা:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি (Indian Institute of Chemical Biology)

পদের নাম:

প্রজেক্ট অ্যাসোসিয়েট-II ও JRF পদে নিয়োগ করা হচ্ছে

শূন্যপদের সংখ্যা:

মোট ৩ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। ২ টি পদে প্রজেক্ট অ্যাসোসিয়েট-II এবং ১ টি পদে জুনিয়র রিসার্চ ফেলো ও ১ টি পদে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

IICB-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে।

বেতন :

প্রজেক্ট অ্যাসোসিয়েট-II পদে বেতন- ২৮ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা

জুনিয়র রিসার্চ ফেলো পদে বেতন- ৩১ হাজার টাকা

সিনিয়র রিসার্চ ফেলো পদে বেতন- ৩৫ হাজার টাকা

বয়সসীমা:

প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

আবেদন ফি:

কোনও ফি দিতে হবে না

নির্বাচন পদ্ধতি:

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা পরখ করে প্রার্থী বাছাই হবে

ইন্টারভিউয়ের দিন:

১৩ এপ্রিল

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন