Success Story: বোনকে দেখে সাধ হয়েছিল UPSC-এর! ছেড়ে দিয়েছিলেন RBI-র চাকরি, তারপর…

Success Story: বলে রাখা ভাল, তখনও কিন্তু মাথায় UPSC পরীক্ষায় বসার জেদ চাপেনি তাঁর। জানতেন যে এমন একটি আধিকারিক পর্যায়ের পরীক্ষা হয় ঠিকই। কিন্তু নিজের চাকরি নিয়ে বেশ খুশিই ছিলেন তিনি। চাকরি পেয়েই বিয়ে সেরে নিয়েছিলেন নীধি।

Success Story: বোনকে দেখে সাধ হয়েছিল UPSC-এর! ছেড়ে দিয়েছিলেন RBI-র চাকরি, তারপর...
ডান দিকে IAS নীধি চৌধুরীImage Credit source: instagram

|

Jan 29, 2025 | 4:26 PM

নয়াদিল্লি: বোনকে দেখে সাধ হয়েছিল UPSC পরীক্ষা দেবেন। আর সেই সাধ মেটাতে ছেড়ে দিয়েছিলেন বড় চাকরিও। তারপর শুরু কঠিন পরিশ্রম। হাজার বাধা বিপত্তি টপকে IAS হলেন মহারাষ্ট্রের নীধি চৌধুরী।

থাকতেন নাগপুর এলাকায়। ছোট থেকেই পড়াশোনা করেছিলেন সাধারণ হিন্দি মিডিয়াম স্কুলে। অনেকেই বলেছিল, হিন্দি মিডিয়ামে পড়াশোনা করে বিশেষ বড় কিছু করতে পারবে না সে। কিন্তু সেই সব কটূ কথায় কখনওই গুরুত্ব দেননি নীধি। বরং অল্প বয়স থেকেই জোর দিয়েছিলেন পড়াশোনায়।

জানা যায়, নিজের স্নাতকের অন্তিম পরীক্ষায় গোটা কলেজে রেকর্ড নম্বর তুলেছিলেন নীধি। তারপর ভর্তি হয়েছিলেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতকোত্তরের পড়াশোনায়। সে সময় থেকে চলছিল সরকারি চাকরির পরীক্ষার পড়াশোনা। স্নাতকোত্তরের পড়াশোনা শেষ হতেই রিজার্ভ ব্যাঙ্কের ম্যানেজার পদে চাকরি পান তিনি।

বলে রাখা ভাল, তখনও কিন্তু মাথায় UPSC পরীক্ষায় বসার জেদ চাপেনি তাঁর। জানতেন যে এমন একটি আধিকারিক পর্যায়ের পরীক্ষা হয় ঠিকই। কিন্তু নিজের চাকরি নিয়ে বেশ খুশিই ছিলেন তিনি। চাকরি পেয়েই বিয়ে সেরে নিয়েছিলেন নীধি।

আর তারপরই জীবনে ঘটে বড় পরিবর্তন। ২০০৮ সালে নিজের বোনকে UPSC পাস করে IPS হতে দেখে তার মনেও জাঁকিয়ে বসে আধিকারিক হওয়ার সাধ। জীবনকে আরও একবার সুযোগ দেওয়ার সাধ। এরপরই ছেড়ে দেন রিজার্ভ ব্যাঙ্কের ‘সুখের চাকরি’। কোমড় বেঁধে লেগে পড়েন UPSC এর পড়াশোনায়। দু’বছরের মধ্য়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

তবে পদ নিয়ে খুশি ছিলেন না নীধি। তাই আবারও বসে পড়েন পরীক্ষায়। এরপর ২০১২ সালে গোটা দেশের মধ্যে ১৪৫তম স্থান পেয়ে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পান নিজের মনপসন্দ পদ।