AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Job Opportunities: মহানগর চাকরিরবাজারে কল্পতরু হয়ে উঠছে এই ছোট শহরগুলিই

Job Opportunities: কেউ পাড়ি দিতেন বিদেশে। কেউ পাড়ি দিতেন ভারতের মহানগর বা বড় শহরগুলিতে, যেমন কলকাতা, দিল্লি, মুম্বই বা ব্যাঙ্গালুরুতে। ইদানিং সেই তালিকাতেই যোগ হয়েছে হায়দরাবাদ বা গুয়াহাটির মতো শহরও। কারণ এই সব শহরেই সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ। কিন্তু চিরাচরিত সেই ধারণাই বদলে যাচ্ছে সময়ের সঙ্গে।

Job Opportunities: মহানগর চাকরিরবাজারে কল্পতরু হয়ে উঠছে এই ছোট শহরগুলিই
| Updated on: Jul 21, 2025 | 5:05 PM
Share

ভারতের জনসংখ্যার বিচারে চিরকালই চাকরির বাজার সীমিত। তাই চাকরির সন্ধানে ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি দিতে হয় অনেককেই। কেউ পাড়ি দিতেন বিদেশে। কেউ পাড়ি দিতেন ভারতের মহানগর বা বড় শহরগুলিতে, যেমন কলকাতা, দিল্লি, মুম্বই বা ব্যাঙ্গালুরুতে। ইদানিং সেই তালিকাতেই যোগ হয়েছে হায়দরাবাদ বা গুয়াহাটির মতো শহরও। কারণ এই সব শহরেই সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ। কিন্তু চিরাচরিত সেই ধারণাই বদলে যাচ্ছে সময়ের সঙ্গে। লিঙ্কডিনের একটি প্রতিবেদন অনুসারে এবার ছোট শহরগুলিতেও বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। কীভাবে?

ওই প্রতিবেদন অনুসারে বিশাখাপত্তনম, রাঁচি, বিজয়ওয়াড়া, নাসিক ও রায়পুর-এর মতো শহরগুলিকে দ্রুত বিকাশমান চাকরির হাব হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া রাজকোট, আগ্রা, মাদুরাই, ভাদোদরা ও জোধপুরের মতো শহরগুলিকে নতুন কর্মসংস্থান কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এই শহরগুলি এখন পেশাজীবীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। বিশেষ করে যাঁরা নতুন শিল্পে প্রবেশ করতে চাইছেন, স্থানীয়ভাবে ক্যারিয়ার গড়তে চাইছেন বা স্থানান্তরের সুযোগ খুঁজছেন তাঁদের জন্য আদর্শ।

এই উদীয়মান শহরগুলির সাফল্যের পেছনে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক নীতি। যা স্থানীয় স্তরে উন্নয়নকে উৎসাহিত করছে।

লিঙ্কডইন-এর কেরিয়ার বিশেষজ্ঞ ও সিনিয়র ম্যানেজিং এডিটর নিরজিতা ব্যানার্জি বলেন, “ভারতের অর্থনৈতিক রূপান্তরের কেন্দ্রে রয়েছে টায়ার-২ ও টায়ার-৩ শহরগুলি। জিসিসি (GCC) বিনিয়োগ, স্থানীয় MSME খাতের উত্থান এবং ‘বিকশিত ভারত’ গড়ার সরকারি দৃষ্টিভঙ্গি—এই সমস্ত কিছুর মিলিত প্রভাবে ছোট শহরগুলো কেরিয়ার গঠনের কেন্দ্র হয়ে উঠছে।”

তিনি আরও জানান, এখন কেরিয়ারে অগ্রসর হতে গেলে আর বড় শহরে যাওয়ার প্রয়োজন নেই। এই ১০টি দ্রুতবর্ধনশীল শহরেই বাস্তবে কাজের সুযোগ বাড়ছে।

প্রযুক্তি, ওষুধ (ফার্মা ইন্ড্রাস্ট্রি) এবং আর্থিক সংস্থাগুলি এখন ভারতের টায়ার-২ ও টায়ার-৩ শহরগুলিতে প্রবেশ করছে। স্থানীয় প্রতিভাদের কাজের সুযোগ করে দিচ্ছে। আকৃষ্ট করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা ও টেকনোলজি সংস্থাগুলি এই শহরগুলিতে তাদের নতুন ইউনিটের সংখ্যা বাড়ছে। ফলে স্থানীয়দের জন্যও খুলছে চাকরির দরজা। স্বাস্থ্য ও ওষুধ কোম্পানিগুলির কথা বললে বিশাখাপত্তনম ও ভাদোদরায় এই ক্ষেত্রে রয়েছে বিশেষ কর্মসংস্থানের সুযোগ। আবার রায়পুর, আগ্রা ও জোধপুরে বিভিন্ন বড় ব্যাঙ্ক বা আর্থিক পরিষেবার ক্ষেত্রে ঘটছে বিস্তার।

কোন শহরে সবচেয়ে বেশি সুযোগ?

পরিসংখ্যান অনুসারে নাসিক, রায়পুর, রাজকোট, আগ্রা, ভাদোদরা ও জোধপুর এই ৬ শহরে ব্যবসায় উন্নয়নের সুযোগ সবচেয়ে বেশি। রয়েছে নতুন ব্যবসা শুরু করার জন্য আদর্শ পরিস্থিতি। নতুন ব্যবসা বাড়লে তার সঙ্গে যে পাল্লা দিয়ে বাড়বে কর্মসংস্থানের সুযোগ, সে আর নতুন কি? একই সঙ্গে, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া ও মাদুরাই—এই শহরগুলিতে সবচেয়ে বেশি চাকরি তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ারিং খাতেও। এছাড়া সেলস, অপারেশনস ও শিক্ষা খাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। তৈরি হচ্ছে বিভিন্ন পেশাজীবীদের জন্য আকর্ষণীয় সুযোগ।