রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। চাকরি প্রার্থীদের জন্য রাজ্য় সরকারের সংস্থায় নিয়োগের রয়েছে সুযোগ। মাইনস ম্যানেজার, সেফটি অফিসার পদে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে। WBPDCL-র তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা:
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন [West Bengal Power Development Corporation (WBPDCL)
]
পদের নাম:
মাইনস ম্যানেজার (Mines Manager), সেফটি অফিসার (Safety Officer) পদে নিয়োগ করা হচ্ছে
মোট শূন্যপদের সংখ্যা:
মোট ৪৫ টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
WBPDCL-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের ভিন্ন ভিন্ন পদের জন্য কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ডিপ্লোমা, বা এমবিএ বা এমএইচআরএম করতে হবে।
যেমন Mines Manager, Safety Officer, Assistant Mines Manager ও Blasting Officer পদে আবেদনের জন্য প্রার্থীদের ডিপ্লোমা ও স্নাতক পাশ করতে হবে।
Welfare Officer পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতকোত্তর ডিপ্লোমা/ MBA/MHRM পাশ করতে হবে।
Surveyor পদে আবেদনের জন্য সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে হবে প্রার্থীদের।
Overman পদে আবেদনের জন্য প্রার্থীদের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
Mines Manager পদে মাসিক বেতন ৮২ হাজার টাকা।
Safety Officer, Assistant Mines Manager, Blasting Officer ও Welfare Officer পদে মাসিক বেতন ৬৩ হাজার টাকা।
Surveyor ও Overman পদে মাসিক বেতন ৪১ হাজার টাকা।
আবেদনমূল্য:
এই পদগুলিতে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।
নির্বাচন পদ্ধতি:
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
ইন্টারভিউ স্থল:
Bidyut Unnayan Bhaban’ – Corporate Office – WBPDCL, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700106
ইন্টারভিউয়ের দিন:
Mines Manager, Safety Officer, Assistant Mines Manager ও Blasting Officer পদে ইন্টারভিউ ১৩ মার্চ।
Welfare Officer, Surveyor ও Overman পদে ১৪ মার্চ রয়েছে ইন্টারভিউ
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন