CDAC Recruitment: ৫০০-র বেশি পদে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায়, সমস্ত বিস্তারিত জেনে নিন

Feb 06, 2023 | 7:40 AM

CDAC Recruitment: সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ৫৭০ পদে নিয়োগ করা হচ্ছে। ২০ ফেব্রুয়ারি করা যাবে আবেদন।

CDAC Recruitment: ৫০০-র বেশি পদে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায়, সমস্ত বিস্তারিত জেনে নিন
প্রতীকী ছবি

Follow Us

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরিতে নিয়োগ করা হচ্ছে। সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (Centre for Development of Advanced Computing)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ৫০০-র বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (Centre for Development of Advanced Computing)

পদের নাম:

প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Project Engineer) ও সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Senior Project Engineer)
পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদের সংখ্যা:

৫৭০ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে ৩০ টি শূন্যপদ রয়েছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার/মার্কেটিং এক্সিকিউটিভ পদে ৩০০ জন, প্রজেক্ট ম্যানেজার/প্রোগ্রাম ম্যানেজার/প্রোগ্রাম ডেলিভারি ম্যানেজার/নলেজ পার্টনার/PS&O ম্যানেজার পদে ৪০ জন এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার/মডিউল লিড/PS&O অফিসার পদে ২০০ জন নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

CDAC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে বি.ই না বি.টেক, এম.ই বা এম.টেক সম্পন্ন করতে হবে। এছাড়া পিএইচডি-ও করতে হবে।

বেতন:

প্রজেক্ট অ্যাসোসিয়েট: বার্ষিক ৩.৬ লক্ষ টাকা থেকে ৫.০৪ লক্ষ টাকা।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার/মার্কেটিং এক্সিকিউটিভ : বার্ষিক ৪.৪৯ – ৭.১১ লক্ষ টাকা

প্রজেক্ট ম্যানেজার/প্রোগ্রাম ম্যানেজার: বার্ষিক ১২.৬৩-২২.৯ লক্ষ টাকা

সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার: বার্ষিক ৮.৪৯- ১৪ লক্ষ টাকা

বয়সসীমা:

প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করতে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার/মার্কেটিং এক্সিকিউটিভ পদে আবেদন করতে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।

প্রজেক্ট ম্যানেজার/প্রোগ্রাম ম্যানেজার পদে আবেদন করতে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর।

সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

আবেদনমূল্য:

কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।

নির্বাচন পদ্ধতি:

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

নিয়োগস্থল:

ভারতের সব জায়গার জন্য নিয়োগ করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ:

২০ ফেব্রুয়ারি অবধি আবেদন করা যাবে।

Next Article