UGC: এবার একসঙ্গে দুটির বেশি বিষয়ে PhD করা যাবে, কী ভাবে ভর্তি হবেন জানুন
PhD rules: UGC-র চেয়ারম্যান এম জগদীশ কুমারের মতে, যে সব শিক্ষাপ্রতিষ্ঠান পিএইচডি-তে ভর্তির নয়া নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নই ইউজিসি-র প্রথম অগ্রাধিকার।
নয়া দিল্লি: নতুন জাতীয় শিক্ষানীতির (New education policy) অধীনে স্কুলশিক্ষা থেকে উচ্চশিক্ষা ক্ষেত্রে অনেক বদল আনা হয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের নতুন শিক্ষাবর্ষ থেকেই নতুন জাতীয় শিক্ষানীতি স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হবে। ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) একাধিক পরিবর্তন আনছে। যেমন, নতুন জাতীয় শিক্ষানীতির অধীনে এবার ইউজিসি শিক্ষার্থীদের একসঙ্গে দুটির বেশি বিষয়ে PhD করার সুযোগ দেবে। এর জন্য নয়া শিক্ষানীতি অনুসারে চার বছর মেয়াদি স্নাতক এবং নয়া কোর্সে স্নাতকোত্তর করতে হবে। পিএইচডির এই নতুন নিয়ম ২০২৩ সালের শিক্ষাবর্ষ থেকেই সারা দেশে কার্যকর হবে।
UGC-র তরফে জানানো হয়েছে, নতুন জাতীয় শিক্ষানীতি অধীনে থাকা যে কোনও কলেজ থেকে স্নাতক ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা থাকলেই পিএইচডি কোর্স শুরু করা যাবে। তবে পিএইচডি-তে ভর্তি এখন শুধুমাত্র নতুন নিয়মে করা হবে। একইসঙ্গে UGC-র চেয়ারম্যান এম জগদীশ কুমারের মতে, যে সব শিক্ষাপ্রতিষ্ঠান পিএইচডি-তে ভর্তির নয়া নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নই ইউজিসি-র প্রথম অগ্রাধিকার। এর সঙ্গে আপোস করা যাবে না।
ইউজিসি-র জারি করা নির্দেশিকা অনুসারে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন নিয়মে পিএইচডিতে ভর্তি নেওয়া হবে। লিখিত পরীক্ষায় ৭০ এবং ইন্টারভিউয়ে ৩০ নম্বর থাকবে। পরীক্ষায় ৫০ নম্বর মার্কস তোলা বাধ্যতামূলক। UGC NET পাস প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। নতুন নিয়মে পিএইচডি সম্পূর্ণ করার সময়কাল ৩ বছর। ইউজিসি এখন বাণিজ্য, কলা বিভাগে একসঙ্গে দুটির বেশি বিষয়ে পিএইচডি করার সুযোগ দেবে।