Abhishek Banerjee: শুধু টাকা আটকে না, BJP আমাদের ভোটাধিকার কাড়তে চায়: অভিষেক

| Edited By: জয়দীপ দাস

Jan 13, 2026 | 9:52 PM

SIR in Bengal: ঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করার পাশাপাশি তৃণমূল শাসনের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কোচবিহারবাসীর উদ্দেশ্যে আবেগপ্রবণ বার্তা দিয়ে অভিষেক ঘোষণা করেন যে, এই জেলার সার্বিক উন্নতির সমস্ত দায়ভার তিনি ব্যক্তিগতভাবে নিজের কাঁধে তুলে নিচ্ছেন।

আসন্ন নির্বাচনের রণকৌশল সাজাতে সাজাতেই রাজ্যজুড়ে প্রচারের পারদ চড়াচ্ছে শাসক দল। তার অঙ্গ হিসেবেই কোচবিহারের জনসভা থেকে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করার পাশাপাশি তৃণমূল শাসনের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কোচবিহারবাসীর উদ্দেশ্যে আবেগপ্রবণ বার্তা দিয়ে অভিষেক ঘোষণা করেন যে, এই জেলার সার্বিক উন্নতির সমস্ত দায়ভার তিনি ব্যক্তিগতভাবে নিজের কাঁধে তুলে নিচ্ছেন এবং মানুষের দেওয়া ভালোবাসার প্রতিদান তিনি দেবেন শুধুমাত্র উন্নয়নের মাধ্যমেই।