
কলকাতা: বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে কলকাতায়, কোথায় কত বাহিনী রাখা হবে, তা জানতে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক পুলিশ কর্তাদের। ইতিমধ্যেই পরিকাঠামো জানতে থানাগুলিকে চিঠি দিয়েছে লালবাজার। প্রত্যেক থানাগুলিকে মঙ্গলবারের মধ্যেই জানাতে হবে, তাঁদের থানা এলাকায় কোন কোন জায়গা স্পর্শকাতর।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেও, তাদের কোথায় রাখা হবে, সেই সমস্ত জায়গার কী পরিকাঠামো সেটাই বিস্তারিত জানাতে হবে। সাধারণত স্কুল, কলেজ, অতিথিশালা, গেস্টহাউজে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়। সেগুলির বর্তমান অবস্থা কেমন রয়েছে, সেগুলিও জানাতে হবে।
ছাব্বিশের নির্বাচনে বাংলায় কত দফায় ভোটগ্রহণ হবে? তা নিয়েও একটা আভাস মিলেছিল জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে। নির্ঘণ্ট ঘোষণা না হলেও জানুয়ারির প্রথম সপ্তাহেই এই নিয়ে আলোচনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। নয়াদিল্লিতে কমিশনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। একুশের নির্বাচনে ৮ দফায় ভোটগ্রহণ হয়েছিল। সূত্রের খবর, এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরও বেশি বাহিনী চেয়েছেন CEO। সেক্ষেত্রে ভোটে দফা কমার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ দফা কমলে, এক এক দিনে অনেক জায়গায় একসঙ্গে নির্বাচন হবে। সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ বাহিনীর প্রয়োজন হবে। সেখান থেকেই একটি জল্পনা জোরাল হয়েছে, ৮ দফা নয়, আরও কম দফায় এবারের বিধানসভা নির্বাচন হতে পারে।