Shantanu on Abhishek: ‘কত পুলিশ আনতে পারে দেখব’, অভিষেককে চ্যালেঞ্জ শান্তনুর
Matua Politics: অভিষেকের এই সফরকে নিছক 'ভোটের রাজনীতি' বলে কটাক্ষ করে শান্তনু সাফ জানিয়েছেন যে, ওই দিন হাজার হাজার মতুয়া ভক্তকে সঙ্গে নিয়ে তিনি ধিক্কার মিছিল করবেন। অভিষেক কত পুলিশ নিয়ে ঠাকুরনগরে আসতে পারেন, তা দেখে নেওয়ার খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শান্তনু।
মতুয়াগঢ়ে ঠাকুরবাড়ি যাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। আগামী ৯ জানুয়ারি তাহেরপুরের সভা শেষে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে অভিষেকের পুজো দেওয়ার কর্মসূচি থাকলেও, তাতে তীব্র বাধা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অভিষেকের এই সফরকে নিছক ‘ভোটের রাজনীতি’ বলে কটাক্ষ করে শান্তনু সাফ জানিয়েছেন যে, ওই দিন হাজার হাজার মতুয়া ভক্তকে সঙ্গে নিয়ে তিনি ধিক্কার মিছিল করবেন। অভিষেক কত পুলিশ নিয়ে ঠাকুরনগরে আসতে পারেন, তা দেখে নেওয়ার খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শান্তনু।