Bhangar: বোমায় ঝলসে গেল তৃণমূল কর্মীর হাতের একাংশ! ফের উত্তপ্ত ভাঙড়

Bhangar TMC-ISF: সোমবার রাতে বানতলা চরমনগরী থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন কামাল। অভিযোগ, সেই সময় চালতা বেড়িয়া অঞ্চলের পুরাতন পাগলা হাটে কামালকে লক্ষ্য করে বোমা ছড়েন আইএসএফ কর্মীরা। তাতেই আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি।

Bhangar: বোমায় ঝলসে গেল তৃণমূল কর্মীর হাতের একাংশ! ফের উত্তপ্ত ভাঙড়
আহত তৃণমূল কর্মীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 20, 2026 | 11:59 AM

দক্ষিণ ২৪ পরগনা:  আবারও উত্তপ্ত ভাঙড়।  বোমার আঘাতে গুরুতর জখম এক তৃণমূল কর্মী। হাতের একাংশ ঝলসে গিয়েছে তাঁর। অভিযোগের তির আইএসএফের দিকে। আহত কর্মীর নাম কামাল পুরোকাইত। তাঁর বাম হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বানতলা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বানতলা চরমনগরী থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন কামাল। অভিযোগ, সেই সময় চালতা বেড়িয়া অঞ্চলের পুরাতন পাগলা হাটে কামালকে লক্ষ্য করে বোমা ছড়েন আইএসএফ কর্মীরা। তাতেই আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি। তাঁর বাম হাতের চামড়া ঝলসে হাড় বেরিয়ে যায়।

বোমার শব্দ শুনতে পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা ভয়ে বাড়ি থেকে বের হননি। পরে গোঙানি শুনতে পেয়ে তাঁরা এগিয়ে আসেন। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। এলাকার আইএসএফ নেতা মালেক মোল্লার দাবি, “তৃণমূল কর্মীরা এলাকা অশান্ত করার জন্য বোমা নিয়ে ঘুরছিল, তাতেই আহত হয়েছে। এতে আইএসএফ জড়িত নয়।”  ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ।

বরাবরই ভাঙড় একটি স্পর্শকাতর এলাকা, তদুপরি বাংলার নির্বাচনে এটি হটসিটও বটে! নির্বাচনের আগে এই এলাকায় অশান্তি একেবারেই চেনা ছবি! গত কয়েক মাসে বারেবারে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়! ভোটের দিন যত এগিয়ে আসবে, এই প্রবণতা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।