Birbhum: ‘বল আর কোনও দিনও RSS করবি না…’, তৃণমূল কার্যালয়ের ভিতরের ভিডিয়ো ঘিরে শোরগোল

Birbhum TMC: নানুরে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের ভিতরেই এই ঘটনা ঘটেছে। আর সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকেই তৃণমূলের কর্মী সমর্থক বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যেই কেউ একজন এই ভিডিয়ো করে। পরবর্তী ক্ষেত্রে তা ভাইরাল হয়।

Birbhum: বল আর কোনও দিনও RSS করবি না..., তৃণমূল কার্যালয়ের ভিতরের ভিডিয়ো ঘিরে শোরগোল
নানুরে বাঁদিকে নিগৃহীত যুবক, ডান দিকে অভিযুক্ত তৃণমূল নেতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 18, 2026 | 8:40 PM

বীরভূম: নাম রিন্টু পাল। তাঁকে ঘিরে রেখেছেন জনা পঁচেশেক। ঘিরে রেখে বলছেন, বিজেপি-RSS করলে ভবিষ্যতে ফল খারাপ হবে। বীরভূমের নানুরের এই ভিডিয়ো ঘিরে শোরগোল। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই যুবককে হাত জোড় করে বলতে বাধ্য করা হচ্ছে। ক্যামেরার অপরপ্রান্তে থাকা এক যুবককে বলতে শোনা যাচ্ছে, “আর জীবনে RSS-BJP পার্টি করবি?” তিনি হাতজোড় করে বলছেন, “আমি জীবনে আর RSS করব না, বিজেপি করব না।”

এখানেই শেষ নয়, ওই যুবককে দিয়ে আবার সামনে জড়ো হয়ে থাকা একাধিক ব্যক্তির সামনে ক্ষমাও চাওয়ানো হয়। তিনি সবার কাছে ক্ষমাও চান। আবার ক্যামেরার অপর প্রান্তে থাকা ওই যুবক বলেন, “তোর কপাল ভাল যে আজকে ছেড়ে দিলাম। না হলে মানুষের হাতে তুলে দেব, ছিঁড়ে খেয়ে নেবে।”

জানা যাচ্ছে, নানুরে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের ভিতরেই এই ঘটনা ঘটেছে। আর সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকেই তৃণমূলের কর্মী সমর্থক বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যেই কেউ একজন এই ভিডিয়ো করে। পরবর্তী ক্ষেত্রে তা ভাইরাল হয়।

অভিযোগ, উচকারণের তৃণমূলের অঞ্চল সভাপতি, নানুরের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তিনিই জোর করে বলিয়েছেন ওই যুবককে। ভিডিয়োতে তাঁকেই দেখা যাচ্ছে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “আমাদের এই ধরনের কথা জানা নেই। কোনও বিষয়েই কাউকে জোর করা উচিত নয়। তবে RSS না করাটা পুণ্যের কাজ। ঘটনার প্রেক্ষাপট জানি না, যার যার নিজস্ব মতাদর্শ রাখা উচিত।”