Election Commission: বাংলায় ভোট এবার কত দফায়? আরও বেশি বাহিনীর প্রস্তাবে মিলল আভাস

Election Commission: গত ২০২১-এর বিধানসভা নির্বাচন ও '২৪এর লোকসভা নির্বাচনে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল বাংলায়।  পঞ্চায়েত নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। শেষ লোকসভা নির্বাচনে প্রায় ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ভোট হয়েছিল ৮ দফায়।

Election Commission: বাংলায় ভোট এবার কত দফায়? আরও বেশি বাহিনীর প্রস্তাবে মিলল আভাস
কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর দাবি CEO-রImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 06, 2026 | 2:25 PM

কলকাতা: বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। এবারে বাংলার ভোটে কি দফা কমতে চলেছে? সোমবারই বাংলার মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন CEC জ্ঞানেশ কুমার।  রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। জেলা ভিত্তিক রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশন। আর এরপরই জল্পনা তুঙ্গে। এবারের ভোটে দফার সংখ্যা কমার ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, সোমবারের বৈঠকে CEO-র তরফ থেকে বাড়তি বাহিনী চাওয়া হয়েছে।

গত ২০২১-এর বিধানসভা নির্বাচন ও ‘২৪এর লোকসভা নির্বাচনে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল বাংলায়।  পঞ্চায়েত নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। শেষ লোকসভা নির্বাচনে প্রায় ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ভোট হয়েছিল ৮ দফায়। সূত্রের খবর, সোমবারের বৈঠকে আরও বেশি বাহিনী চেয়েছেন CEO। সেক্ষেত্রে ভোটে দফা কমার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ দফা কমলে, এক এক দিনে অনেক জায়গায় একসঙ্গে নির্বাচন হবে। সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ বাহিনীর প্রয়োজন হবে। সেখান থেকেই একটি জল্পনা জোরাল হয়েছে, ৮ দফা নয়, আরও কম দফায় এবারের বিধানসভা নির্বাচন হতে পারে।

সোমবারই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন CEC জ্ঞানেশ কুমার। সেই বৈঠকেই এই বিষয়টি উঠে আসে।  এবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট। জেলা ভিত্তিক রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশন। এই রিপোর্টের ভিত্তিতেই রাজ্যে আগামী দিনে মোট কটা স্পর্শকাতর বুথ হবে, এই জায়গাগুলোতে মোট কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় নির্বাচন কমিশন।