
শিলিগুড়ি: এসআইআর (SIR)-এর খসড়া ভোটার তালিকা বেরতেই তৎপরতা তৃণমূলের অন্দরে। আগামিকাল অর্থাৎ বুধবার থেকেই কাজ শুরু তৃণমূলের বিএলএ (BLA)-দের। কালকেই শিলিগুড়িতে হবে জরুরি বৈঠক। বিধানসভা ধরে ধরে হবে বৈঠক জানিয়েছেন মেয়র গৌতম দেব।
গৌতম টিভি ৯ বাংলাকে বলেন, “বুধবার আমাদের এখানের ডাবগ্রাম-ফুলবাড়ি টাউন আর শিলিগুড়ি নিয়ে একটা পর্যালোচনা সভা ডেকেছি। তাতে আমাদের ওয়ার্ডস্তরে আমাদের লোকেরা থাকবে। সেখানে আমরা পরবর্তী পর্যালোচনা করব। প্রচুর মানুষকে হেয়ারিংয়ে ডাকা হবে। মে আই হেল্প ইউ বুথ পুরোটা কাজ করবে। নো-ম্যাপিংয়ে বিস্তর গণ্ডগোল আছে। বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় তার তা আমরা নজরে রাখব।” এখানে উল্লেখ্য, দার্জিলিংয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে নাম বাদ গিয়েছে ১ লক্ষ ২২ হাজার ২৭৪ জন। শতাংশের হিসাবে যা ৯.৪৬ শতাংশ।
বস্তুত, আজ বেরিয়েছে খসড়া তালিকা। আপডেট হওয়া লিস্টে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র অর্থাৎ ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা ৪৪ হাজার ৭৭০। এর মধ্য়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথ অর্থাৎ, মিত্র ইন্সটিউশন বুথে বাদ পড়েছে ১২৭ জনের নাম। এটি ২৬০ নম্বর বুথ। তালিকায় দেখা যাচ্ছে, ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত। বেশিরভাগ ভোটারকেই হয় খুঁজে পাওয়া যায়নি, অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। এরপর সেই তালিকা বেরনোর পরই কালীঘাটে নিজের বাসভবনে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই আবহের মধ্যেই এবার দার্জিলিংয়েও ঝাঁপিয়ে কাজে নামল শাসকদল।