AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: নাম নেই! তাহলে খোঁজ করুন এই তালিকায়, পেলেও পেয়ে যেতে পারেন!

SIR In WB: ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। তিনি দীর্ঘদিন ধরেই ওই এলাকার বাসিন্দা। সূর্য চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তাঁর ক্রমিক নম্বর ৪০, বুথ নম্বর ২২৬। তিনি তাঁর নাম খুঁজে পেয়েছেন মৃত ভোটারের তালিকায়। আর প্রতিবাদ জানাতে নিজেই চলে যান শ্মশানে।

SIR:  নাম নেই!  তাহলে খোঁজ করুন এই তালিকায়, পেলেও পেয়ে যেতে পারেন!
খসড়া তালিকাImage Credit: TV9 Bangla
| Updated on: Dec 16, 2025 | 1:59 PM
Share

কলকাতা: খসড়া তালিকা প্রকাশ হয়েছে। তার আগেই অবশ্য প্রকাশ হয়েছে আরও একটি তালিকা। সেই তালিকা হচ্ছে, যাঁদের নাম বাদ গেল, তাঁদের! আর দ্বিতীয় তালিকা, যাঁদের নাম রয়েছে। সকাল থেকেই ভোটাররা দেখে নিতে পারছেন, তালিকায় তাঁদের নাম রয়েছে কিনা। যাঁদের নাম থাকবে না, তাঁদেরও সে অর্থে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তাঁরাও তাঁদের নাগরিকত্বের প্রমাণ নিয়ে শুনানিতে যাবেন। যথার্থ হলে নাম উঠে যাবে তালিকায়। এতটা পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু আপনার নাম বাদের তালিকায় নেই, আবার খসড়া তালিকাতেও নেই! তাহলে? আপনি একবার ঢুঁ মারতে পারেন মৃত ভোটারের তালিকায়। সেখানেও থেকে যেতে পারে নাম। কারণ এরকমই এক দৃষ্টান্ত রয়েছে ডানকুনিতে। কারণ ডানকুনিতে এমন দৃষ্টান্ত সামনে এসেছে, যেখানে কাউন্সিলরের নামই চলে গিয়েছে মৃতের তালিকায়।

ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। তিনি দীর্ঘদিন ধরেই ওই এলাকার বাসিন্দা। সূর্য চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তাঁর ক্রমিক নম্বর ৪০, বুথ নম্বর ২২৬। তিনি তাঁর নাম খুঁজে পেয়েছেন মৃত ভোটারের তালিকায়। আর প্রতিবাদ জানাতে নিজেই চলে যান শ্মশানে।

Dankuni (6)

কাউন্সিলর সূর্য দে

আর এই ঘটনা সত্যিই এই আবহে ব্যতিক্রমী। এখনও এই ঘটনায় কমিশনের তরফ থেকে কোনও ব্যাখ্যা মেলেনি। কিন্তু বোঝাই যাচ্ছে, সেটা ভুশবশতই হয়েছে। কোনও একটি কারণে। Whatsapp Image 2025 12 16 At 1.48.12 Pm

সেক্ষেত্রে যদি আপনি মনে করেন, আপনি এনুমারেশন ফর্মে যথাযথ তথ্য দেওয়ার পরই নাম তালিকায় আসেনি, এদিকে বাদের তালিকাতেও নেই, তাহলে সবকটি বিভাগই খতিয়ে দেখবেন। তবে বিশেষজ্ঞরাও বলছেন, একমাত্র ডেথ সার্টিফিকেট জমা দিলেই, একমাত্র মৃতের তালিকায় নাম উঠবে! কাউন্সিলরের দাবি, তিনি এনুমারেশন ফর্মে সমস্ত সঠিক তথ্য দিয়েছেন। বিএলও তা গ্রহণ করেছে।

কমিশনের ওয়েবসাইটে ঢুকে লগ ইন করলেই দেখা যাচ্ছে নাম বাদের তালিকা। খসড়া তালিকায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ। মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন। নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮। স্থানান্তরিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮। অনান্য ৫৭ হাজার ৬০৪।

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে