AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

By Election Vote Counting 2022: জয়ী বাবুল তবে ভোট কমল তৃণমূলের, দ্বিতীয় বাম, আসানসোলে ২ লক্ষ ভোটে এগিয়ে শত্রুঘ্ন

Bye Election Vote Counting 2022: নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হয়ে দুপুরের মধ্যেই তা শেষ হয়ে যাওয়ার কথা।

By Election Vote Counting 2022: জয়ী বাবুল তবে ভোট কমল তৃণমূলের, দ্বিতীয় বাম, আসানসোলে ২ লক্ষ ভোটে এগিয়ে শত্রুঘ্ন
আসানসোল-বালিগঞ্জে আজ ভোট গণনা (জিআইএফ: অভিজিৎ বিশ্বাস)
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 7:24 PM
Share

আজ হতে চলেছে রাজ্যের দুই কেন্দ্রের উপ-নির্বাচন (By-election Counting)। গত ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনেরই ফল প্রকাশ হবে এদিন। স্ট্রংরুম গুলিতে রয়েছে কড়া নিরাপত্তা। সেখানে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে রয়েছে সিসিটিভিও (CCTV)। এই সিসি ক্যামেরাগুলির দ্বারা নির্বাচন কমিশনার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এবং জেলা প্রশাসনের আধিকারিকরাও নজরদারি চালাতে পারবেন। গণনা কেন্দ্রের ২০০ মিটারের বাইরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হয়ে দুপুরের মধ্যেই তা শেষ হয়ে যাওয়ার কথা। নিরাপত্তার প্রথম ধাপে থাকবে রাজ্য পুলিশ বা কলকাতা পু‍‌লিশ। দ্বিতীয় স্তরে থাকবে তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক, প্রেস-মিডিয়া। শেষ ধাপে থাকবে কেন্দ্রীয় বাহিনী।