Mamata Banerjee on Grihalakshmi: ৫০০ বনাম ৫০০০ বিতর্কে জল ঢালতেই কি মমতার ঘোষণা ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ আরও এক কোটি?

Mamata Banerjee on Grihalakshmi: গোয়ার মহিলাদের জন্য সম্প্রতি বিশেষ স্কিম আনার কথা জানিয়েছে তৃণমূল। ক্ষমতায় এলে চালু করা হবে গৃহলক্ষ্মী স্কিম, মাসে ৫০০০ টাকা করে যাবে মহিলাদের অ্যাকাউন্টে।

Mamata Banerjee on Grihalakshmi: ৫০০ বনাম ৫০০০ বিতর্কে জল ঢালতেই কি মমতার ঘোষণা 'লক্ষ্মীর ভাণ্ডারে' আরও এক কোটি?
গোয়ার জন্য গৃহলক্ষ্মী স্কিমের ঘোষণা করেছে তৃণমূল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 7:30 PM

গোয়া : একুশের নির্বাচনে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল। এবার লক্ষ্য ‘বাইশ’। ২০২২- এ গোয়ার বিধানসভা নির্বাচন এখন ঘাসফুল শিবিরের পাখির চোখ। তাই বাংলায় কী কী উন্নয়ন হয়েছে, সেই মডেলের বর্ণনা গোয়াবাসীর কাছে তুলে ধরলেন মমতা। সেই সঙ্গে গোয়ায় পানাজির সভায় মমতা বললেন বাংলায় আরও এক কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবে তাঁর সরকার। গোয়ার তুলনায় বাংলায় যে অনেক বেশি মহিলাকে সরকারি স্কিমে টাকা দেওয়া হয়, সে কথা উল্লেখ করেন মমতা।

সম্প্রতি, তৃণমূল জানিয়েছে ২০২২- এর গোয়া বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে গৃহলক্ষ্মী প্রকল্প চালু করবে। গোয়ার তৃণমূল নেতৃত্বের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পে মহিলারা মাসে ৫ হাজার টাকা করে পাবেন। এই ইস্যুতেই তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে ৫০০ টাকা দেওয়া হয়, তাহলে গোয়ার জন্য ৫ হাজার কেন? যদিও দলের তরফে সে বিষয়ে কোনও সাফাই দেওয়া হয়নি, তবে মমতা  এ দিন বুঝিয়ে দিয়েছেন, বাংলায় অনেক বেশি মহিলাকে টাকা দিতে হয়।

এ দিন গোয়ার রাজধানী শহর পানাজির সভা থেকে মমতা বলেন, ‘গোয়ায় মাত্র তিন লক্ষ মহিলাকে টাকা দিতে হবে, আর বাংলায় দেড় কোটি মহিলাকে দেওয়া হয়। আরও এক কোটি মহিলাকে এই স্কিমের আওতায় আনা হবে, প্রক্রিয়া চলছে।’ আদতে ৫০০ আর ৫ হাজারের ফারাক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, মমতার পরোক্ষভাবে তারই সাফাই দিলেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২২- এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের মহিলাদের টাকা দেবে। মাসে ৫ হাজার মানে প্রত্যেক মহিলা বছরে ৬০ হাজার টাকা পর্যন্ত পাবেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই স্কিম চালু হলে উপকৃত হবে গোয়ার সাড়ে তিন লক্ষ পরিবার। আরও জানানো হয়েছে যে এই স্কিম কার্যকর করতে হলে রাজ্য সরকারের খরচ হবে ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা, যা রাজ্য বাজেটের ৬ থেকে ৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। বিজেপি নেতারা প্রশ্ন তুলেছেন, কেন বাংলার মহিলাদের জন্য ৫০০ টাকা করে দেওয়া হয়?

এ দিন তিনি পশ্চিমবঙ্গের একাধিক স্কিমের কথাও উল্লেখ করেন। তিনি জানান, বাংলায় বিনামূল্যে রেশন দেওয়া হয়, এলাকায় এলাকায় পৌঁছে দেওয়া হয় সেই রেশন। এ রাজ্যে কত হাসপাতাল আর বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, সেই হিসেবও গোয়াবাসীকে দেন মমতা। তিনি জানান, গোয়ায় ক্ষমতায় এলে এ রাজ্যের সে সব হাসপাতাল বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গোয়ারও সংযোগ তৈরি হবে। পুরোহিতদের জন্য ভাতা, শিল্পীদের ভাতা দেওয়ার কথাও জানান মমতা। গোয়া ও বাংলার মেলবন্ধনের কথা বলতে গিয়ে মমতা উল্লেখ করেন, গোয়ার মতো বাংলাতেও ফুটবল ক্লাব রয়েছে। বাংলায় ফুটবলে বিশেষ নজর দেওয়া হয় বলে দাবি করে মমতা জানান, গোয়ায় ক্ষমতায় এলেও ফুটবলকে গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: BJP Clash in Singur: বিজেপির কর্মসূচিতে ‘আমন্ত্রিত নন’ মাস্টারমশাই, ‘নিজে কেন আসেননি?’, প্রশ্ন দলের