Jalpaiguri Municipality: এবার তৃণমূলের হয়ে বাড়ি বাড়ি ভোট চাইতে যাবেন শিক্ষকরা! তৈরি হয়েছে কমিটিও
Municipal Elections 2022: এদিন জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে একটি জরুরি বৈঠক ডাকা হয়।
জলপাইগুড়ি: শাসকদলের উন্নয়নের বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন প্রাথমিক শিক্ষকেরা। সাধারণ ভোটারের কাছে চাইবেন ভোটও। শুনে কিছুটা অবাক কাণ্ড মনে হলেও এমনটাই হতে চলেছে জলপাইগুড়িতে। এর জন্য ওয়ার্ড ভিত্তিক কমিটিও তৈরি করা হয়েছে মাস্টারমশাইদের। সূত্রের খবর, জলপাইগুড়ি পুরবোর্ড পুনরায় দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ২৭ ফেব্রুয়ারি পুরসভার ভোট। সেই ভোটের আগেই নামবেন শিক্ষকরা। সোমবার এ সংক্রান্ত একটি বৈঠকও করে তৃণমূলের শিক্ষা সেল। তাদের জেলা সভাপতির উপস্থিতিতে ওয়ার্ড ভিত্তিক কমিটিও তৈরি করেন সেলের সদস্যরা। এদিন জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি স্বপন বসাক, তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ এবং অন্যান্য নেতারা। আসন্ন পুরভোটে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের ভূমিকা কী হবে, কী কাজ তাঁরা করবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে।
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি শাখার সভাপতি স্বপন বসাক বলেন, প্রত্যেক ওয়ার্ডে দু’ তিনজন শিক্ষককে সমিতির পক্ষ থেকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হল। শিক্ষকরা অন্য শিক্ষকদের নিয়ে বাড়ি বাড়ি সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরবেন। জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, হাতে আর সময় নেই। তাই জরুরি ভিত্তিতে বৈঠক করা হল। প্রার্থীদের হয়ে জেলার তিনটি পুরসভায় ভোট প্রচারে নামবেন শিক্ষকরা। সেই মর্মে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি স্বপন বসাক বলেন, “সামনেই পুরভোট। আমাদের জলপাইগুড়ি এলাকায় যে সমস্ত শিক্ষকরা আমাদের সদস্য তাঁদের নিয়েই আমাদের আজকের নির্বাচনী সভা। সেখানে আমরা শিক্ষকদের বার্তা দিলাম, দলীয় যিনি প্রার্থীর তাঁর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করব। আমাদের সরকারের উন্নয়নমূলক যে সমস্ত কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলির কথা আমরা মানুষের কাছে পৌঁছে দেব এবং তৃণমূল মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানাব। আমরা আজ একটা আমাদের নির্বাচনী কমিটি তৈরি করলাম। প্রচারের জন্য এই কমিটি। প্রত্যেকটি ওয়ার্ডে কোথাও দু’ জন কোথাও তিনজন আহ্বায়ক থাকবেন। তাঁরাই শিক্ষকদের একসঙ্গে করে প্রচারের কাজ করবেন।”
অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, “জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডে আমাদের দলীয় প্রার্থীর সমর্থনে সভা ছিল। আমাদের শিক্ষক সংগঠনের যাঁরা রয়েছেন একটা কমিটি করে নিয়েছেন। গোটা পুর এলাকার শিক্ষকদের রেখেছেন। প্রার্থীর সমর্থনে শিক্ষক সংগঠন প্রচার করবে।”
আরও পড়ুন: নির্দলদের ৪৮ ঘণ্টা সময় দিল তৃণমূল, এরপরই দল থেকে বহিষ্কার!
আরও পড়ুন: Purba Burdwan: ক্লাবের নামে তোলাবাজি ঘিরে তুলকালাম! পরিস্থিতি সামাল দিতে নামল র্যাফ