
পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। রাজ্যে জয়ের হ্যাট্রিক করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ছাড়েনি বিজেপি। তারাও বাংলায় ক্ষমতা পেতে মরিয়া। জামুরিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী তাপস রায়। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন হরেরাম সিং। সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিআইএমের ঐশী ঘোষ। ২৬ এপ্রিল ভোটগ্রহণ হয়। ফলাফল ২ মে। সকলের চোখ ফলাফলের দিকে।
একনজরে দেখে নেওয়া যাক জামুরিয়ার আপডেট…
২০১৬ বিধানসভা নির্বাচনে জামুরিয়া
জামুরিয়া বিধানসভায় গত নির্বাচনে সিপিএম প্রার্থী জাহানারা খান জয়ী হন। তিনি তৃণমূল প্রার্থী ভি. শিবাদাসনকে ৭ হাজার ৭৫৭ ভোটে পারাজিত করেছিলেন। জাহানারা খান পেয়েছিলেন ৬৭ হাজার ২১৪ ভোট। ভি. শিবাদাসন পেয়েছিলেন ৫৯ হাজার ৪৫৭ ভোট।তৃতীয় স্থান অধিকারী বিজেপি প্রার্থী সন্তোষ সিংহ ২২,০৪০ ভোট পেয়েছিলেন।
মোট ভোটার সংখ্যা
২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ১,৯৮,১৫৮ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৫২,২৭৫ জন। এখানে ৭৮.৪ শতাংশ ভোট পড়েছিল।
সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান
বর্তমান বিধায়ক: জাহানারা খান
মোট ভোট: ৬৭ হাজার ২১৪
মোট ভোটার: ১,৯৮,১৫৮
ভোটার ভোটদান: ৭৮.৪ শতাংশ