
২৯৪ কেন্দ্রে নির্বাচন শেষ এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী অম্বিকা রায়। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন অনিরুদ্ধ বিশ্বাস। সিপিআইএমের (CPIM) প্রার্থী সবুজ দাস। কল্যাণী বিধানসভা কেন্দ্রে মোট সাত প্রার্থী ভোটে লড়েছিলেন। পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। রাজ্যে জয়ের হ্যাট্রিক করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ছাড়েনি বিজেপি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির ফল ভাল হয়েছিল। সেই কারণে তারাও বাংলায় ক্ষমতা পেতে মরিয়া।
এক নজরে কল্যাণীর সব আপডেট:
১১ তম রাউন্ড শেষে মাত্র ৮৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অম্বিকা রায়।
অষ্টম রাউন্ডের শেষে কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি ১১৭২ ভোটে এগিয়ে ।
২০১৬ বিধানসভা নির্বাচনে কল্যাণী
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী বিধানসভা কেন্দ্রে গত দুই নির্বাচনে তৃণমূল জয়ী হয়। তৃণমূলের রমেন্দ্রনাথ বিশ্বাস এখানে দ্বিতীয় বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তিনি সিপিআইএমের অলকেশ দাশকে ২৬,০৯৫ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। রমেন্দ্রনাথ বিশ্বাস পেয়েছেন মোট ৯৫,৭৯৫ ভোট এবং অলকেশ দাশ ৬৯,৭০০ ভোট পেয়েছেন। বিজেপি তৃতীয় হয়েছিল। বিজেপি প্রার্থী প্রায় ১৬ হাজার ভোট পেয়েছিলেন।
মোট ভোটার সংখ্যা
২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,৩৪,১৪৫ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৮৯,৯১৮ জন। এখানকার ২৬৮টি বুথে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছিল। জয়ী হয়েছিল তৃণমূল।
সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান
বর্তমান বিধায়ক: রমেন্দ্রনাথ বিশ্বাস
মোট ভোট: ৯৫,৭৯৫
মোট ভোটার: ২৩,৪১৪৫
ভোটার ভোটদান: ৮২.৮২ শতাংশ
মোট প্রার্থী: ৬