Ward 109 Santoshpur-Mukundapur KMC Election Result 2021 LIVE: বিজেপি কি পারবে ১০৯ ওয়ার্ডের অভিজ্ঞ তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয় ছিনিয়ে নিতে?

KMC Election Result 2021, Ward 109 Santoshpur-Mukundapur LIVE Counting: আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে আবারও প্রার্থী করেছে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে।

Ward 109 Santoshpur-Mukundapur KMC Election Result 2021 LIVE: বিজেপি কি পারবে ১০৯ ওয়ার্ডের অভিজ্ঞ তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয় ছিনিয়ে নিতে?
ছোট লালবাড়ির লড়াই

| Edited By: Soumya Saha

Dec 21, 2021 | 12:10 AM

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১২ নম্বর বোরোর অন্তর্গত ১০৯ নম্বর ওয়ার্ড। যাদবপুর বিধানসভা কেন্দ্রের (Jadavpur Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার হালতুর কালিকাপুর, সন্তোষপুরের (Santoshpur) বেশ কিছুটা এলাকা। এছাড়ার পঞ্চসায়র, বাঘাযতীন পার্ক, মুকুন্দপুর (Mukundapur), হাইল্যান্ড পার্ক, নিউ গরিয়াও এই ওয়ার্ডের মধ্যে। ১২ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে কালিকাপুর। পূর্বে রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। দক্ষিণে রয়েছে কালিকাপুর এবং পশ্চিমে রয়েছে পঞ্চাননগ্রাম খাল।

২০১০ সাল পর্যন্ত এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তারপর ২০১৫ সালে এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী শিখা পুজারি পেয়েছিলেন ১১ হাজার ৭৩২ ভোট। বিজেপি প্রার্থী দেবিকা মুখোপাধ্যায় পেয়েছিলেন ৩৩৪৮ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ২৯২ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে আবারও প্রার্থী করেছে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন বিউটি রায় হালদার। শিখা পূজারির উপর আরও একবার ভরসা রাখছে বামেরা। কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ঝুলন দাস।

কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল কার্তিকচন্দ্র মান্না
বিজেপি আশিসকুমার ত্রিবেদী
বাম পল্লব মুখোপাধ্যায়
কংগ্রেস
অন্যান্য

 

কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল
বিজেপি
বাম
কংগ্রেস
অন্যান্য