Ward 74 Alipore KMC Election Result 2021 LIVE: শাসকদলের শক্ত ঘাঁটি! ধরে রাখতে পারবে তো তৃণমূল?

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 8:49 PM

KMC Election Result 2021, Ward 74 Alipore LIVE Counting: ২০১৫ পুর নির্বাচনের জয়ী প্রার্থী দেবলীনা বিশ্বাসকেই এবার টিকিট দিয়েছে দল।

Ward 74 Alipore KMC Election Result 2021 LIVE: শাসকদলের শক্ত ঘাঁটি! ধরে রাখতে পারবে তো তৃণমূল?
ওয়ার্ডের জনসংখ্যা মোট ৪২ হাজার ১৭৬

Follow Us

কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি ওয়ার্ড। ৭৪ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে আদি গঙ্গা, পূর্বেও তাই। কলকাতা পুলিশের আলিপুর এবং ওয়াটগঞ্জ থানার মধ্যে রয়েছে এই ওয়ার্ড। দক্ষিণে জাজেস কোর্ট রোড ও পশ্চিমে ডায়মন্ড হারবার রোড। দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এই ওয়ার্ড মূলত আলিপুর সংলগ্ন। মোট ৯ টি বোরো আছে এই ওয়ার্ডে। ওয়ার্ডের জনসংখ্যা মোট ৪২ হাজার ১৭৬।

গত কয়েক বছর ধরেই এই ওয়ার্ডে তৃণমূলের আধিপত্য রয়েছে। ২০১৫ পুর নির্বাচনের জয়ী প্রার্থী দেবলীনা বিশ্বাসকেই এবার টিকিট দিয়েছে দল। গত বছর প্রথমবার ভোটে লড়েই জয়ী হন দেবলীনা। তাঁর আগে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন প্রণব বিশ্বাস। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে থাকা এই ওয়ার্ডে বিশেষ নজর ছিল উপ নির্বাচনেও।

এই ওয়ার্ডে এবার তিনজনই মহিলা প্রার্থী। বিজেপির প্রার্থী পারমিতা দত্ত ও সিপিএমের  প্রার্থী দীপা চক্রবর্তী। মূলত শাসক দলের হাতে থাকা এই ওয়ার্ডে এবার কোমর বেঁধে নামবে বিরোধীরাও।

আলিপুর || ওয়ার্ড নম্বর- ৭৪ (বোরো- ৯) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল দেবলীনা বিশ্বাস ১০৩৫৯ ৭৩.৭২ ৪৭.১৭
বিজেপি পারমিতা দত্ত ২৯৭৮ ২১.১৯ ৩৮.৬৫
বাম দীপা চক্রবর্তী ৫৬৯ ৪.০৫ ৮.২৩
কংগ্রেস ৫.০৪
অন্যান্য সোমনাথ পাল ১১৬ ০.৮৮ ০.৯১

 

আলিপুর || ওয়ার্ড নম্বর- ৭৪ (বোরো- ৯) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল দেবলিনা বিশ্বাস ৭,৪৯২ ৪৭.১৭
বিজেপি পারমিতা দত্ত ৬,১৩৮ ৩৮.৬৫
বাম মমতা মণ্ডল ১,৩০৭ ৮.২৩
কংগ্রেস মৌসুমী ঘোষ ৮০০ ৫.০৪
অন্যান্য ১৪৭ ০.৯১
Next Article