Ward 34 Beleghata KMC Election Result 2021 Live: ২০১৫-এর পর থেকেই এই ওয়ার্ডে একচেটিয়া ঘাসফুলের আধিপত্য, নজরে ৩৪ নম্বর ওয়ার্ড

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 3:34 PM

KMC Election Result 2021 Ward 34 Beleghata Live Counting: ২০১৫ সালে পট পরিবর্তন হয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। কাউন্সিলর হন অলোকানন্দা দাস।

Ward 34 Beleghata KMC Election Result 2021 Live: ২০১৫-এর পর থেকেই এই ওয়ার্ডে একচেটিয়া ঘাসফুলের আধিপত্য, নজরে ৩৪ নম্বর ওয়ার্ড
কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ড

Follow Us

 

কলকাতা: ৩৪ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ৩ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। বেলেঘাটা অঞ্চলের কিছুটা অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

৩৪ নং ওয়ার্ডের উত্তর দিকে ড. পঞ্চানন মিত্র লেন ও অবিনাশ শাসমল লেন, পূর্ব দিকে হেমচন্দ্র নস্কর রোড ও গগন সরকার রোড, দক্ষিণ দিকে বেলেঘাটা খাল এবং পশ্চিম দিকে পূর্ব রেলের কাঁকুড়গাছি কর্ড লাইন।

এই ওয়ার্ডটি বেলেঘাটা থানার দ্বারা নিয়ন্ত্রিত। এদিকে, উল্টোডাঙ্গা মহিলা থানা কলকাতা পুলিশের পূর্ব শহরতলির বিভাগের আওতাধীন সমস্ত পুলিশ জেলাকে কভার করে। যেমন বেলিয়াঘাটা, এন্টালি, মানিকতলা, নারকেলডাঙ্গা, উল্টোডাঙ্গা এবং ফুলবাগান।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ২৯,৭৭৩।

২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তত্কালীন সময়ে কাউন্সিলর ছিলেন ঝুমা দাস। ২০১০ সালেও বামেরাই এই ওয়ার্ড দখলে রাখেন। অপরিবর্তিত থাকেন কাউন্সিলরও। ২০১৫ সালে পট পরিবর্তন হয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। কাউন্সিলর হন অলোকানন্দা দাস।

২০১৫ সালের কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল

২০১৫ সালে এই ওয়ার্ড দখলে নেয় তৃণমূল। কাউন্সিলর হন অলোকানন্দ দাস। ২০১০ সালের তুলনায় ১৯টি আসন বেশি পায় তৃণমূল। দ্বিতীয় স্থানে বামেরা। আসন সংখ্যা কমে ১৮ টা ও ,তৃতীয় স্থানে বিজেপি। তাদের ৪ টি আসন বাড়ে।

২০২১ পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী অলোকনন্দা দাস, বিজেপির প্রার্থী সোমা দাস ও বামেদের তরফে লড়ছেন নমিতা বোস।

বেলেঘাটা || ওয়ার্ড নম্বর- ৩৪ (বোরো- ৩) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল অলোকানন্দা দাস ১৮২৯০ ৮৯.৭০ ৮১.৯৬
বিজেপি মালতী পাঁজা ৭৮৪ ৩.৮৫ ৩.৩১
বাম নমিতা বসু ১০৪৫ ৫.১৩ ১০.৯৭
কংগ্রেস ০.৮৭
অন্যান্য ২.৮৯

 

বেলেঘাটা || ওয়ার্ড নম্বর- ৩৪ (বোরো- ৩) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল অলোকানন্দা দাস ১৬,৬৯৪ ৮১.৯৬
বিজেপি বৈশাখী ঘোষাল ৬৭৫ ৩.৩১
বাম ঝুমা দাস ২,২৩৫ ১০.৯৭
কংগ্রেস ইন্দ্রানী পাল চৌধুরী ১৭৮ ০.৮৭
অন্যান্য ৫৮৬ ২.৮৯
Next Article