KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১৩৮ নম্বর ওয়ার্ডটি অবস্থিত মেটিয়াবুরুজ এলাকায়। পাঁচপাড়া-কাশ্যপপাড়া, জবরহাট নিয়ে গঠিত ওয়ার্ডটি ১৫ নম্বর বরোর অন্তর্গত। ১৩৮ নম্বর ওয়ার্ডটির উত্তর দিকে রয়েছে গার্ডেন রিচ রোড ও ডাঃ আব্দুল কবির রোড। দক্ষিণে আছে এসএ ফারুকি রোড। পূর্বে রেললাইন আর হালদারপাড়া লেন ও হালদারপাড়া রোড।
গত পুরভোটের ফলাফল: একসময়ের সিপিএমের ঘাঁটি এই ওয়ার্ডে ২০০৫ সালেও জেতেন সিপিএম প্রার্থী ইকবাল হোসেন গাজি। তবে পরের বার অর্থাৎ, ২০১০ সালের পুরভোটে বিজয়ী হন কংগ্রেস প্রার্থী তপসিরা বেগম। আবার ২০১৫ সালের পুরভোটে ১৩৮ নম্বর ওয়ার্ডের দখল নেয় তৃণমূল। জয়ী হয়ে কাউন্সিলর হন সেই তপসিরা বেগমই।
উল্লেখ্য, সাড়ে ছয় বছর আগে ২০১৫ সালে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়ে ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছিল পাঁচটি ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে ভোটের পরে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্দল প্রার্থীরাও এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নাম লিখিয়েছিলেন শাসক শিবিরে। তৃণমূলের শক্তি বেড়ে হয়েছিল ১২৬।
২০২১ পুরভোট: এবারের পুরভোটে তৃণমূল প্রার্থী করেছে ফরিদা পারভিনকে। বিজেপি টিকিট দিয়েছে জনিতা নাজিমকে। অন্যদিকে সিপিএম প্রার্থী করেছে ফারহা নাজ বেগমকে।
মেটিয়াবুরুজ-কাশ্যপপাড়া || ওয়ার্ড নম্বর- ১৩৮ (বোরো- ১৫) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | ফরিদা পারভিন | – | – | ৬৬.১৭ |
বিজেপি | জনিতা নাজিম | – | – | ২.৪৩ |
বাম | ফারহা নাজ বেগম | – | ২০.০৯ | |
কংগ্রেস | মমতাজ বেগম | – | – | ১০.৪৬ |
অন্যান্য | – | – | – | ০.৮৫ |
কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | তপসিরা বেগম | ১০২৬৭ | ৬৬.১৭ |
বিজেপি | সাজদা খাতুন | ৩৭৭ | ২.৪৩ |
বাম | আমিনা খাতুন | ৩১১৭ | ২০.০৯ |
কংগ্রেস | নাজিমুন নিসং | ১৬২৩ | ১০.৪৬ |
অন্যান্য | – | ১৩২ | ০.৮৫ |