AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandannagar Municipal Election: বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছে! প্রার্থীর নাম দেখে বিক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা

Chandannagar Municipal Election: প্রার্থী পছন্দ না হওয়ায় বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষোভের ছবি দেখা গিয়েছে বিধাননগর, শিলিগুড়িতেও। আর এবার চন্দননগর।

Chandannagar Municipal Election: বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছে! প্রার্থীর নাম দেখে বিক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা
পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Dec 31, 2021 | 8:09 PM
Share

চন্দননগর : আর কিছুদিন বাদেই রাজ্যের চার পুরনিগমে নির্বাচন (Municipal Election 2022)। ইতিমধ্যেই সবকটি পুর নিগমের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। আর তালিকা প্রকাশ হওয়ার পরই একাধিক জায়গায় ধরা পড়ল বিক্ষোভের ছবি। সব জায়গাতেই তালিকা থেকে বাদ পড়েছে অনেক পুরনো মুখ। ফিরহাদ হাকিম জানিয়েছেন, স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দিয়েই এই তালিকা তৈরি করা হয়ছে। তবে অসন্তোষ ধরা পড়ল বিভিন্ন জায়গায়। সামনে আসছে গোষ্ঠীদ্বন্দ্বও। বৃহস্পতিবার তালিকা প্রকাশের পরই বিক্ষোভ শুরু হয় বিধাননগরে। শুক্রবার একই পরিস্থিতি তৈরি হল চন্দননগরে (Chandannagar)।

চন্দননগরে ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে মৌমিতা বন্দ্য়োপাধ্যায়কে। আর তাঁকে প্রার্থী করায় বিক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, মৌমিতা বন্দ্য়োপাধ্যায়কে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করা হোক। এই দাবিতে শুক্রবার তৃণমূলের দলীয় কার্যালয়ের অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা।

চন্দননগর পুরনিগমের তৃণমূলের প্রার্থী ঘোষণার তৃণমূলের একাংশের কর্মী সমর্থক ক্ষুব্ধ হন। বিশেষত বিক্ষোভে ফেটে পড়ে ৬ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকেরা। তাঁদের দাবি ভুলবশত তৃণমূল নেতৃত্ব মৌমিতা বন্দ্য়োপাধ্যায়কে প্রার্থী করেছে। কর্মীরা বলছেন, সিপিএম দীর্ঘদিন ধরেই জয়লাভ করে আসছে এই ওয়ার্ড থেকে, যথাযথ লড়াই দিতে একমাত্র তৃণমূলের ভালো নেতৃত্বের প্রয়োজন। এই ওয়ার্ডে জয় পেতে হলে অনন্যা বন্দ্য়োপাধ্যায়কে প্রার্থী হিসেবে মনোনীত করতে হবে বলে দাবি জানাচ্ছেন তাঁরা।

উল্লেখ্য চন্দননগরের তৃণমূলের প্রার্থী অনিমেষ বন্দ্য়োপাধ্যায়ের স্ত্রী এই অনন্যা বন্দ্য়োপাধ্যায়। সমর্থকদের একাংশের দাবি মৌমিতা বন্দ্য়োপাধ্যায়কে কোনওদিন কোনও কাজে পাওয়া যায়না, উপরন্তু বিজেপির হয়ে আগের বিধানসভায় কাজ করেছে এই দলীয় প্রার্থী। সেই কারণেই এখানকার মানুষ চায়না মৌমিতা বন্দ্য়োপাধ্যায় ভোটে লড়ুক। সেই কারণেই এই বিক্ষোভ শুরু হয়েছে।

আরও পড়ুন : Municipal Elections 2022: এই করোনা পরিস্থিতিতেও ভোট চাইছে বিরোধীরা? বিজেপির অবস্থান স্পষ্ট করলেন শমীক

ইতিমধ্যেই মৌমিতা বন্দ্য়োপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে। যদিও চন্দননগর পুরনিগমের প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী বলেন, ‘শীর্ষ নেতৃত্ব ও আইপ্যাক প্রার্থী নির্বাচন করেছে। অনেকেই ক্ষোভ দেখাবে, তবে এতে দলের কোনও ক্ষতি হবে না।’ তাঁর দাবি, কোনও কোনও ক্ষমতা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী নির্বাচন করেছেন। প্রার্থী মৌমিতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ‘দল যা ঠিক করেছে, তাই হয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে।’ বিজেপির হয়ে কাজ করার অভিযোগ প্রসঙ্গে মৌমিতা বলেন, এরকম কিছু দল দেখেনি, পিকের টিমও দেখেনি, তাহলে টিকিট দিত না। আর লড়াই দিতে পারব কি না, সেটা ফলাফলেই স্পষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন : Municipal Elections 2022: এই করোনা পরিস্থিতিতেও ভোট চাইছে বিরোধীরা? বিজেপির অবস্থান স্পষ্ট করলেন শমীক