
২৯৪ কেন্দ্রে আট দফায় নির্বাচন শেষে এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী মুকুটমণি অধিকারী। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন বর্ণালী দে। সিপিআইএমের (CPIM) প্রার্থী রমা বিশ্বাস।
এক নজরে রানাঘাট দক্ষিণের সব আপডেট:
♦ রানাঘাট দক্ষিণ বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী ১৬ হাজার ৯১৭ ভোটে এগিয়ে রয়েছেন। সম্ভাব্য জয়ী তিনিই।
♦ ২৬ রাউন্ড গণনা শেষে রানাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী ১৫ হাজার ৫২৮ ভোটে এগিয়ে।
♦ রানাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী ৯ হাজার ১৮৮ ভোটে এগিয়ে।
♦রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ১৬ রাউন্ড শেষে ১০ হাজার ১৩৯ ভোটে এগিয়ে বিজেপি।
২০১৬ বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে সিপিএমের রমা বিশ্বাস জয়ী হন। তিনি তৃণমূলের আবিররঞ্জন বিশ্বাসকে ১৭,২৫৩ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। রমা বিশ্বাস পেয়েছেন মোট ১০৪,১৫৯ ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী আবিররঞ্জন বিশ্বাসের ভোট সংখ্যা ৮৬,৯০৬।
মোট ভোটার সংখ্যা
২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,৫৭,৮১১ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ২,১৯,২৮৩ জন। এখানকার ৩০৩টি বুথে ৮৫ শতাংশের বেশি ভোট পড়েছিল।
সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান
বর্তমান বিধায়ক: রমা বিশ্বাস
মোট ভোট: ১০৪,১৫৯
মোট ভোটার: ২,১৯,২৮৩
ভোটার ভোটদান: ৮৫.৬ শতাংশ
মোট প্রার্থী: ৮