AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পেল্লাই ডেচকিতে ঠাসা বিরিয়ানি নিয়ে বাম সমর্থকেরা ব্রিগেডমুখী

brigade 2021: সময়ের সঙ্গে বদলেছে রুচির পরিবর্তন। সেই পরিবর্তনের হাওয়া বামেদের অন্দরেও।

পেল্লাই ডেচকিতে ঠাসা বিরিয়ানি নিয়ে বাম সমর্থকেরা ব্রিগেডমুখী
এই বিরিয়ানিই জয়নগরের বাম সমর্থকদের আজকের মেনু।
| Updated on: Feb 28, 2021 | 11:22 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: ‘হেই সামালো ধান’-এর সঙ্গে এখন অনায়াসে ‘টুম্পা সোনা’কে মিলিয়ে দেয় বামেরা (Left)। এক সময় যে ব্রিগেড (Brigade) সমাবেশ ছিল বামেদের বাৎসরিক কর্মসূচি, এখন তা হয়ে উঠেছে জোটের প্রচার মঞ্চ। বদলে গিয়েছে ব্রিগেডের হাওয়া। লাল নিশানের ফাঁকেই এখন ফৎ ফৎ করে ওড়ে কংগ্রেসের পতাকা, সঙ্গী আব্বাস সিদ্দিকির আইএসএফের ঝান্ডাও। সেই বদলের হাওয়া ব্রিগেডের মেনুতেও। জয়নগর থেকে বাম সমর্থকদের যে বাস রওনা দিয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পথে। সেখানে মেনুতে রুটির বদলে এবার বিরিয়ানি।

সময়ের সঙ্গে বদলেছে রুচির পরিবর্তন। সেই পরিবর্তন বামেদের অন্দরেও। সিপিএম তাদের গতানুগতিক স্লোগান পাল্টে ব্রিগেড সভার জন্য বেঁধেছে টুম্পা গানের প্যারোডি। আগে যেখানে সভায় যাওয়ার আগে রাতভর তৈরি হতো রুটি, তরকারি। এখন সেখানে পেল্লাই ডেচকিতে বিরিয়ানি ঠাসা।

আরও পড়ুন: Brigade LIVE: একুশের লক্ষ্যে আঠাশে ‘ঐতিহাসিক’ ব্রিগেড বামেদের

জয়নগর বিধানসভা থেকে প্রায় ৪০০ জন যাচ্ছেন ব্রিগেডে। মূলত তাঁরা প্রত্যেকেই দক্ষিণ বারাসত গ্রামপঞ্চায়েতের সিপিএম কর্মী-সমর্থক। তাঁদেরই একজন রবিউল ইসলাম মোল্লা। তিনি বলেন, “পড়াশোনা শেষ করে বসে আছি। চাকরি নেই। আগামিদিনে আমরা ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচবে।”