AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রুখা শুখা আসানসোলে প্রচারের ফাঁকেই সায়নী শিখলেন পুদিনার চাটনি

তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার পর পর দলের কর্মীদের একাংশের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল সায়নী ঘোষকে (Saayoni Ghosh)।

রুখা শুখা আসানসোলে প্রচারের ফাঁকেই সায়নী শিখলেন পুদিনার চাটনি
ছবি সায়নী ঘোষের ফেসবুক প্রোফাইল থেকে।
| Updated on: Mar 14, 2021 | 4:44 PM
Share

আসানসোল: ভোটের ময়দানে চুটিয়ে প্রচার করছেন আসানসোল দক্ষিণের (Asansole Dakkhin) তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ভোটারদের মন পেতে একেবারে ঘরের মেয়ে হয়ে অন্দরমহলে ঢুকে পড়ছেন টলিপাড়ার অতি পরিচিত এই মুখ। খাদানে আসানসোলের অলিগলি চষে ফেলছেন দিনভর। প্রচারের ফাঁকে শিখে নিচ্ছেন টুকটাক রান্নার রেসিপিও।

রবিবার বার্নপুরের সুভাষপল্লি, শান্তিনগর এলাকায় প্রচারে বের হন সায়নী ঘোষ। একেবারে দোরগোড়ায় তারকা প্রার্থীকে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন এলাকার লোকজনও। সায়নীও কিছুটা দুঁদে রাজনীতিকের মতই ভোটারদের মন পেতে মিশে গেলেন তাঁদের সঙ্গে। কেউ তাঁকে জড়িয়ে ধরলেন আদরে, কেউ আবার শিলনোড়া বের করে শেখালেন পুদিনার চাটনি বানানো। সায়নী জানান, মানুষের সঙ্গে তিনি সবসময়ই মিশতে ভালবাসেন। তবে একেবারে নতুন জায়গায়, নতুন ভূমিকায় এসে এত ভালবাসা পেয়ে আপ্লুত তিনি। প্রচারের প্রতি মুহূর্তের আপডেট নিজের ফেসবুকে শেয়ার করছেন সায়নী।

আরও পড়ুন: আহত বাঘ আরও ভয়ঙ্কর, খেলা হবে, রাজপথ থেকে বার্তা মমতার

তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার পর পর দলের কর্মীদের একাংশের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল সায়নী ঘোষকে। ‘বহিরাগত’কে প্রার্থী করা নিয়ে ময়দানে নেমেছিল দলেরই একাংশ। তাঁদের দাবি ছিল, দোলা সেন কিংবা মুনমুন সেনকে জেলায় এনে প্রার্থী করায় তৃণমূলকে হারতে হয়েছিল। তবু অতীত থেকে শিক্ষা না নিয়ে দল আবারও সায়নীকে প্রার্থী করেছে। যদিও দিন যত এগোচ্ছে সে সব মান-অভিমান ভুলে জেলার নেতা-কর্মীদের সঙ্গে স্বাভাবিক হচ্ছে সম্পর্ক। সায়নীও চুটিয়ে প্রচার করছেন দিনভর।