চণ্ডীপুরে আমি ঘরের ছেলে, তারকা নই : সোহম চক্রবর্তী

sreejayee das

|

Updated on: Mar 05, 2021 | 7:29 PM

প্রার্থী তালিকায় নাম রয়েছেন রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সি, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ এবং কাঞ্চন মল্লিকের মতো তারাকারও। কী বললেন তারকা প্রার্থী সোহম চক্রবর্তী?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Trinamool Candidate List 2021) আগে সবার প্রথম প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress Candidate List 2021)। শুক্রবার দলীয় কার্যালয় থেকে রাজ্যের ২৯১টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের তিনটি আসন, দার্জিলিং, কার্শিয়াং এবং কালিংপঙের আসনে প্রার্থী দেয়নি তৃণমূল। নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাবনীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়। ২৯১টি আসনের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৫০ জন। মুসলিম প্রার্থীর সংখ্যা ৪২। প্রার্থী তালিকায় নাম রয়েছেন রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সি, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ এবং কাঞ্চন মল্লিকের মতো তারাকারও। কী বললেন তারকা প্রার্থী সোহম চক্রবর্তী?