নন্দীগ্রামে শুভেন্দুর গাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নন্দীগ্রামে আশ্বততলায় শুভেন্দুর গাড়ির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন আশ্বততলায় সভা শেষ করে বেরনোর সময় নন্দীগ্রামের (Nandigram) বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন।
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে আশ্বততলায় শুভেন্দুর গাড়ির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন আশ্বততলায় সভা শেষ করে বেরনোর সময় নন্দীগ্রামের (Nandigram) বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন। এমনকি শুভেন্দুর গাড়ি তাড়া করে যাওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, এই আক্রমণ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, এদিন আশ্বততলার সভা শেষ করে বেরনোর সময় শুভেন্দুকে উদ্দেশ্য করে ভিড়ের মধ্যে কুমন্তব্য করেন কেউ কেউ। তার পর শুভেন্দুর গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন বিক্ষোভকারীরা। তৃণমূলের ঝাণ্ডা হাতে ওই বিক্ষোভকারীরা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের গাড়ি ঘিরে ধরেন। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শুভেন্দু তাড়াতাড়ি বেরিয়ে যান তিনি। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) নন্দীগ্রাম কেন্দ্রের দিকে নজর সারা দেশের। আগামী ২ তারিখ রয়েছে এই কেন্দ্রে ভোট। এখানেই এবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তাঁর একসময়ের সৈনিক তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া সংযুক্ত মোর্চার তরফে সিপিএম প্রার্থী করেছে মীনাক্ষী মুখার্জিকে। কার্যত ব্যাটেল ফিল্ডে পরিণত হওয়া নন্দীগ্রামে তাই উত্তেজনার পারদ বাড়ছেই। এর আগে মীনাক্ষী মুখার্জির উপর হামলার অভিযোগ উঠেছিল। এদিন শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে বিরোধীরা প্রশ্ন তুলছেন পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও।
এদিন সকাল থেকে একদিকে তৃণমূল নেত্রী পদযাত্রা ও সভা করছেন। অন্যদিকে শুভেন্দুও ব্যস্ত ছিলেন জনসংযোগে। একে অন্যকে সভা থেকে নিশানা করছেন তাঁরা। শুভেন্দুকে নিশানা করে এদিন মমতা নন্দীগ্রাম আন্দোলনের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, “সেদিন ওরা সিপিএমকে ডেকে এনেছিল, পুলিশকে ডেকে এনেছিল।
আরও পড়ুন: শুভেন্দুর হয়ে ভোট করাতে নন্দীগ্রামে সমাজবিরোধীদের আখড়া! কমিশনের দ্বারস্থ তৃণমূল
সিপিএমের ক্যাডাররা পুলিশের ড্রেস পরে গুলি চালিয়েছিল। আজও তাই করছে। পুলিশের ড্রেস কিনে ক্যাডারদের সাজিয়ে গ্রামে গ্রামে ভয় দেখাবে, বলবে বিজেপিকো ভোট দো।” এর পাল্টা শুভেন্দু কটাক্ষ করেছেন, “জিতলে আবারও নন্দীগ্রাম থেকে চলে যাবেন মমতা। তখন সবাইকে শেখ সুফিয়ানের বাড়িতেই আত্মসমর্পণ করতে হবে।” এই প্রেক্ষিতে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হল নন্দীগ্রামে।