ভোটের বঙ্গে এবার কি শুধুই বুটের শব্দ! প্রথম দফাতে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বৃহস্পতিবারই জেলাশাসকদের (DM) সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন মুখ্য নির্বাচনী আধিকারিক ( CEO) আরিজ আফতাব।
কলকাতা: ভোটের ( Bengal Assembly Election 2021) বাংলায় নিরাপত্তায় কোনওরকম গাফিলতি রাখতে নারাজ নির্বাচন কমিশন। এবার আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে প্রথম দফা নির্বাচনের আগে। অর্থাৎ ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই প্রথম দফাতে ভোট করছে কমিশন। ২৫ মার্চের আগেই আসছে তারা।
ভোটের বাংলা ক্রমেই উত্তপ্ত হচ্ছে। রাজনৈতিক দলগুলির খুঁটিনাটি তো লেগেই রয়েছে। এরইমধ্যে আবার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে জখম হওয়ার ঘটনা ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই বিতর্কের রেশ পৌঁছেছে দিল্লি পর্যন্ত। তাই নির্বাচনের আবহে আরও কড়া হচ্ছে কমিশন। ভিভিআইপিদের নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার দিকটিও নজরে কমিশনের। তাই বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন: রাজনীতিতে তারকার ঠেলাঠেলি; এত দিন কোথায় ছিলেন, প্রশ্ন ঐশী ঘোষের
বৃহস্পতিবারই এ নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও এডিজি আইনশৃঙ্খলা পি জগমোহন। তাঁরা স্পষ্ট জানান, এর জন্য যা যা করার কমিশন সবই করবে। জেলাশাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, শক্ত হাতে সবটা সামাল দিতে হবে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জখম হওয়ার ঘটনার রিপোর্ট গিয়েছে কমিশনে। সেখান থেকে যাবে দিল্লিতে। আবার মুখ্যসচিবও আলাদা রিপোর্ট পাঠাবেন দিল্লিতে। এরইমধ্যে শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে খবর, আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ২৫ মার্চের মধ্যে রাজ্যে চলে আসবে। ২৭ মার্চ থেকে প্রথম দফার ভোট শুরু।