ত্রুটিপূর্ণ হলফনামা, বাতিল হল জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন

উজ্জ্বল কুমারের হলফনামা ত্রুটিপূর্ণ, তাই বাতিল হল মনোনয়ন, জানাল নির্বাচন কমিশন (Election Commission)

ত্রুটিপূর্ণ হলফনামা, বাতিল হল জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন
ফাইল ফটো
Follow Us:
| Updated on: Mar 10, 2021 | 9:58 PM

পুরুলিয়া: ত্রুটিপূর্ণ হলফনামা দেওয়া হয়েছে। এই কারণ দেখিয়ে পুরুলিয়ার জয়পুর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী (TMC Candidate) উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু কোন ত্রুটির প্রেক্ষেতি হলফনামা বাতিল হল তা এখনও স্পষ্ট নয়। জেলা প্রশাসন থেকে কিছু জানানো না হলেও নির্বাচন কমিশনের সাইটে গেলে দেখা যাচ্ছে উজ্জ্বল কুমারের নামের পাশে জ্বলজ্বল করছে “রিজেক্টেড” লেখা।

সূত্র মারফত জানা গিয়েছে, উজ্জ্বল কুমারের হলফনামা ছিল ত্রুটিপূর্ণ। তাই প্রথমবারের স্ক্রুটিনিতেই বাতিল হয় তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র। তবে এই ত্রুটি শুধরে নেওয়ারও সময় দেওয়া হয়েছে। কিন্তু তাতেও সামান্য কিছু ত্রুটি থেকে যায় বলে জানা যায়। এ নিয়ে উজ্জ্বলবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এনিয়ে মুখ খুলতে রাজি হননি জেলা তৃণমূলের কোন নেতাও। তৃণমূলের জেলা সভাপতি গুরুপদ টুডু শুধু জানাচ্ছেন “এনিয়ে খোঁজ নেওয়া হচ্ছে”। এদিন স্ক্রুটিনির সময় ওই বিধানসভা আসনের অন্যান্য প্রার্থী ছিলেন। তাঁরা নিশ্চিত করেছেন উজ্জ্বলবাবুর মনোনয়ন বাতিলের কথা। কংগ্রেস প্রার্থী ফণীভূষন কুমারের বুথ এজেন্ট তথা প্রদেশ কংগ্রেস সদস্য নিরঞ্জন রজক বলেন, উজ্জ্বল কুমারের হলফনামায় কিছু ত্রুটি ছিল। তা নমিনেশনের সময় ধরা পড়ে। উজ্জ্বল বাবুকে সেই ত্রুটি শোধরানোর সুযোগ দেয় নির্বাচন কমিশন। উজ্জ্বল বাবু ত্রুটি শুধরে সময় মতো হলফনামা জমা দিলে তাতেও একটি ত্রুটি নজরে পড়ে নির্বাচন কমিশনের। অবশেষে উজ্জ্বল বাবুর প্রার্থী পদ বাতিল হয়।

আরও পড়ুন: অনুমতি ছাড়া মিছিলে ‘না’, লাভলি মৈত্রের মিছিলের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির

প্রসঙ্গত, ২৭ মার্চ রয়েছে পুরুলিয়া জেলার নয় বিধানসভার ভোট। তার ১৭ দিন আগে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে চিন্তায় জেলা নেতৃত্ব। উল্লেখ্য, ১৯৮৭ থেকে ১৯৯৬ পর্যন্ত জয়পুর আসনটি ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে। ১৯৯৬ ও ২০০১-এর ভোটে কংগ্রেস এই আসনটি ফরওয়ার্ড ব্লকের থেকে ছিনিয়ে নেয়। ২০০৬ ও ২০১১-র ভোটে আবার জয়পুর জিতে নেয় ফরওয়ার্ড ব্লক। তবে ২০১৬ সালের বিধানসভা ভোটে জয়পুর আসন জিতে নেয় তৃণমূল।