রাতের লেখা, সকালে হাওয়া, নদিয়ায় ক্ষোভে ফুঁসছেন নির্দল সমর্থকরা

 সোমবার সকালে, গোটা ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় চাপড়া থানার পুলিশ।

রাতের লেখা, সকালে হাওয়া, নদিয়ায় ক্ষোভে ফুঁসছেন নির্দল সমর্থকরা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 6:47 PM

নদিয়া: নির্বাচন দিনলিপি (West Bengal Assembly election 2021) প্রকাশ হতেই জোরকদমে চলছে প্রচারের কাজ। দেওয়াল লিখনকে কেন্দ্র করে এ বার উত্তপ্ত হয়ে উঠল চাপড়া।

চাপড়া বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী (Independent Candidate) জেবের শেখের প্রচারে দেওয়ালে লেখা চুন দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠল শাসক শিবিরের দিকে। রবিবার রাত দশটা নাগাদ তৃণমূলের কিছু দুষ্কৃতী এই কাজ করে বলে অভিযোগ নির্দল সমর্থকদের।

সোমবার সকালে, গোটা ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় চাপড়া থানার পুলিশ। দেওয়াল লিখনের ঘটনাকে কেন্দ্র করে তোপ দাগতে ছাড়েননি স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব। ভোটের আগে এমন অনেক কিছুই হয়। নির্বাচন হয়ে গেলেই শাসক শিবিরের (TMC) সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাসের রাজনীতি চলবে বলে কটাক্ষ বিজেপির।

অন্যদিকে, স্থানীয় বাম নেতৃত্বের দাবি, তৃণমূলের শাসনকালে বিরোধীদের মুখ বারবারই বন্ধ করা হয়েছে। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। যদিও এই ঘটনায় শাসক শিবিরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে পানীয় জল খেয়ে মৃত ১, অসুস্থ একাধিক বাসিন্দা